Social Media

Light
Dark

তারপরও আশাবাদী তামিম

ওয়ানডে টিটোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলদেশ। এক সপ্তাহ হলো নিউজিল্যান্ডে গেলেও এখনো অনুশীলনের সুযোগ পাননি বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ করোনা বিধির কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে মুশফিকতামিমদের। 

নানা কারণেই এই সফরকে কঠিন মনে হলেও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, তিনি ভালো কিছু ফলাফলের ব্যাপারে আশাবাদী।

কোয়ারেন্টাইনের তৃতীয় দিন সবার করোনা টেস্ট করা হয়। করোনা টেস্টে সবাই নেগেটিভ আসার পর প্রতিদিন ৩০ মিনিট বাইরে হাটার সুযোগ দেওয়া হচ্ছে ক্রিকেটারদের। কাল দ্বিতীয় দফায় আবারো করোনা টেস্ট করা হবে সবাইকে। দ্বিতীয় দফায়ও সবার নেগেটিভ আসলে অষ্টম দিন থেকে গ্রুপ করে অনুশীলনের সুযোগ দেওয়া হবে সফরকারীদের। অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন অনুশীলন শুরু করলেই ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন তাঁরা।

তামিম বলেন, ‘কাল যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে পরশুদিন থেকে আমরা জিম ব্যবহার করতে পারবো। এখানে দুইটা জিম আছে নিচে। এখানে ডিফরেন্ট ডিফরেন্ট ভাবে যা ইউজ করতে পারবো। নাম্বার দিন থেকে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের ছোটো ছোটো গ্রুপ করে অনুশীলন করার অনুমতি পাবো। যেখানে আমরা মাঠে গিয়ে প্র্যাক্টিস করতে পারবো। অনেকদিন হয়ে গেছে মনে হচ্ছে। এগুলো যখনই শুরু হবে তখন আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটের মধ্যে আবার ফিরে আসবে।

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে সাত দিনের ট্রেনিং ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। তামিম ইকবাল আশাবাদী যে অনুশীলন সেশন গুলো আছে তা কাজে লাগিয়ে এর আগেই তৈরি হয়ে যাবে দল। স্বল্প প্রস্তুতি হলেও তামিম বিশ্বাস করেন দেশের হয়ে ভালো করার জন্য মুখিয়ে আছেন সবাই।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘অধিনায়ক হিসেবে এটাই  আমি নিশ্চিত যে প্রথম ওয়ানডের আগে আমাদের যে অনুশীলন সেশন আছে এর মধ্যে আমরা দল হিসেবে তৈরি হয়ে যাবো। সত্যি কথা আমি যা অনুভব করি, প্লেয়ারদের সঙ্গে কথা বলে, প্রত্যেকেই ভালো করতে চায়। বাংলাদেশ দলের জন্য ভালো করতে চায়।

প্রায় এক বছর আগে ওয়ানডে অধিনায়কত্ব পেলেও অধিনায়ক হিসাবে তামিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। নিজের প্রথম সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াটওয়াশ করলেও অধিনায়ক হিসাবে প্রথম বিদেশ সফরেই চ্যালেঞ্জ নিতে হচ্ছে তামিমকে।

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে টেস্ট, ১৩ ওয়ানডে টি টিটোয়েন্টি খেলে সব গুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তামিম আশাবাদী পরিকল্পনা অনুযায়ী খেলে এবার পরাজয়ের বৃত্ত ভাঙ্গবে তাঁর দল। তামিম মনে করেন এক সঙ্গে পারফর্ম করলে যে কোন দলকেই হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ।

তিনি বলেন, ‘(অধিনায়ক হিসেবে) আমার প্রথম বিদেশ সফর, ইনশাল্লাহ আমরা জেতার ব্যাপারে আশাবাদী। দেখা যাক। বাংলাদেশ দলের সেই সামর্থ্য আছে অবশ্যই আছে। আমরা সবাই যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, সবাই যদি একসঙ্গে পারফর্ম করি, আমরা যেকোনো দলকেই হারাতে পারি। আমি বিশ্বাস করি দলের সবাই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।

সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

ওয়ানডে:

২০ মার্চ : ১ম ওয়ানডেডানেডিন

২৩ মার্চ : ২য় ওয়ানডেক্রাইস্টচার্চ

২৬ মার্চ : ৩য় ওয়ানডেওয়েলিংটন

টিটোয়েন্টি:

২৮ মার্চ : ১ম টিটোয়েন্টিনেপিয়ার

৩০ মার্চ : ২য় টিটোয়েন্টিঅকল্যান্ড

০১ এপ্রিল : ৩য় টিটোয়েন্টিহ্যামিল্টন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link