Social Media

Light
Dark

চ্যাম্পিয়ন্স ট্রফি না বিসিবি: সিদ্ধান্ত এখন তামিমের

তামিমের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে এখনও বেশ জটিলতা রয়েছে। কেননা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দ্বিতীয় কাউন্সিলর হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। তাকেও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি চান আগামী বছর নির্বাচনের মধ্য দিয়েই স্বস্থান থেকে সরে দাঁড়াতে।

বল এখন তামিম ইকবালে কোর্টে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণই তাঁর হাতে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন কি-না সে সিদ্ধান্ত এখন তাকেই নিতে হবে। যদিও বিশ্বস্তসূত্রে জানা গেছে ক্রীড়া ও যুব উপদেষ্টা তামিমকে পরামর্শ দিয়েছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার।

১৯ আগস্ট এক ঝটিকা সফরে মিরপুর হোম অব ক্রিকেটে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা ঘুরে দেখেছেন গোটা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। মাঠের প্রতিটি কোণা ঘুরে দেখেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সাথেও দেখা করেছেন।

মধ্যাহ্নভোজ সহ প্রায় আড়াই ঘন্টা ক্রীড়া উপদেষ্টা অবস্থান করেন হোম অব ক্রিকেটে। আর এই পুরোটা সময়জুড়ে তার পাশে দেখা গেছে তামিম ইকবালকে। তিনিই উপদেষ্টাকে ঘুরিয়ে দেখিয়েছেন শেরে বাংলার সকল অবকাঠামো। তখনই তামিমের সাথে আলাপ করেছেন আসিফ। তিনি তামিমকে পরামর্শ দিয়েছেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে।

তবে সূত্রমতে শুধু প্রতিনিধিত্ব করা নয়, তাকে পরামর্শ দেওয়া হয়েছে নেতৃত্ব দেওয়ার। যদিও তামিম ইকবাল খান নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে আর দীর্ঘায়িত না করা নিয়ে ভাবছেন। ঠিক সে কারণেই তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে যুক্ত হবেন বলেই গুঞ্জন উঠেছে চারিদিকে।

খেলোয়াড় হিসেবে তামিম নিজের সক্ষমতা প্রকাশ করেছেন। কিন্তু এখন সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তামিম। এখন তামিম ইকবালের ক্যারিয়ারের পুরো সিদ্ধান্তই তার হাতে ন্যাস্ত। শোনা যাচ্ছে তাকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা। এর মধ্যেই তামিম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার চালিয়ে যাবেন নাকি সংগঠক হিসেবে হাজির হবে- সে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে তাকে।

যদি তিনি সংগঠক হিসেবেই ক্রিকেটের সাথে সংযুক্ত হতে চান, তবে বেশ বড়সর পদেই দেখা যেতে পারে তাকে। এক্ষেত্রে তামিম হয়ত জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে পা রাখবেন। ইতোমধ্যেই ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর জালাল ইউনুস পদত্যাগ করেছেন। তার পরিবর্তে ফারুক আহমেদ বোর্ডে আসছেন সেটা নিশ্চিত।

কিন্তু তামিমের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে এখনও বেশ জটিলতা রয়েছে। কেননা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দ্বিতীয় কাউন্সিলর হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। তাকেও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি চান আগামী বছর নির্বাচনের মধ্য দিয়েই স্বস্থান থেকে সরে দাঁড়াতে।

এমন পরিস্থিতিতে তামিমের বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার রাস্তাটাও বেশ জটিল। তাইতো তামিমকে বেশ জটিল এক সিদ্ধান্তের মধ্যে ফেলে দিয়ে গেছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন দেখা পালা শেষ অবধি কি সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান।

Share via
Copy link