Social Media

Light
Dark

বিসিবি সভাপতির আনুষ্ঠানিক পদত্যাগ

প্রায় এক যুগ নিজের অবস্থান আকড়ে পড়ে থাকার পর দেশের সাম্প্রতিক পালাবদলের মঞ্চে এসে দ্রুতই নিজের আনুষ্ঠানিক বিদায় ঘোষণা করলেন তিনি। ২০১২ সালের ১৭ অক্টোবর তিনি বিসিবি সভাপতির পদে এসেছিলেন। এরপর আরও তিনবার একই পদে নির্বাচিত হয়েছিলেন। চতুর্থবারের মেয়াদে তিনি দায়িত্ব পালন করছিলেন।

যেমনটা ভাবা হচ্ছিল, হয়েছে তাই। পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছেড়েছেন তিনি। এটাই ছিল বিসিবির ডাকা জরুরি সভার মূল এজেন্ডা। তবে নাজমুল হাসান সশরীরে উপস্থিত হননি।

ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছিলেন বিসিবি-এর ডাকা জরুরী সভায়। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ে আয়োজিত সেই সভায় অনলাইনে যোগ দেন নাজমুল হাসান পাপন। আর সেখানেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।

প্রায় এক যুগ নিজের অবস্থান আকড়ে পড়ে থাকার পর দেশের সাম্প্রতিক পালাবদলের মঞ্চে এসে দ্রুতই নিজের আনুষ্ঠানিক বিদায় ঘোষণা করলেন তিনি। ২০১২ সালের ১৭ অক্টোবর তিনি বিসিবি সভাপতির পদে এসেছিলেন। এরপর আরও তিনবার একই পদে নির্বাচিত হয়েছিলেন। চতুর্থবারের মেয়াদে তিনি দায়িত্ব পালন করছিলেন।

তবে, এখানেই থামতে হচ্ছে তাকে। বিসিবি সভাপতির পদটা ছেড়ে দিলেন তিনি। গেল পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। নাজমুল হাসান পাপন সাবেক সরকারের ক্রীড়ামন্ত্রী এবং সংসদ সদস্য। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

কিছু সূত্রের দাবি, তিনি বর্তমানে নিজের স্ত্রীর সাথে লন্ডনে অবস্থা করছেন। সেখান থেকেই তিনি যোগ দেন বোর্ড সভায়। জানিয়ে দেন নিজের সিদ্ধান্তের কথা। এখন বিসিবির মদনদে কে বসবেন? সাবেক অধিনায়ক ফারুক আহমেদ নাকি অন্য কেউ? – সেটা জানতে সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।

 

 

Share via
Copy link