পাকিস্তান সিরিজে খেলবেনই না তামিম ইকবাল। কারণ বাঁ-হাতের আঙুলে নতুন করে ধরা পড়েছেন চিড়। আর এই ইনজুরি নিয়ে গোটা সিরিজটাই তাঁকে কাটাতে হবে মঠের বাইরে। টি-টোয়েন্টি সিরিজ তিনি খেলবেন না আগেই জানিয়ে দিয়েছেন, এবার পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না টেস্টও।
তামিমকে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলতে দেখা গেছে জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজে। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরিয়ে নেন নিজেকে।
এরপর এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সে হয়ে খেলতে যান। সেখানে কাঠমান্ডু ইউনাইটেডের বিপক্ষে একটা ম্যাচেই আঙুলে চোট পান তিনি। সর্বশেষ গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তামিম ইকবালের। এরপর টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে ছিলেন তামিম।
আঙুলের চিড় অনেকটা সেরে গেছে জেনেই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাটিং শুরু করেছিলেন। তবে ব্যাটিংয়ের সময় ব্যথা অনুভব করছিলেন, ফোলাও ছিল। ব্যথার কারণ বুঝতে আজকে এক্স-রে করিয়ে দেখা গেল, আগের চিড় সেরে উঠলেও আঙুলে নতুন আরেকটি চিড়। আর এই চিড় সম্ভবত ছিল আগেই, তখন এক্স-রেতে ধরা পড়েনি।
আর তাতেই আসল দু:সংবাদ। এখন আবার আঙুলে স্প্লিন্ট লাগাতে হয়েছে। আর আবার যথারীতি তিনি মাঠের বাইরে।বিশেষজ্ঞ দেখাতে লন্ডন যাওয়ার চেষ্টা করছেন এখন। অপারেশন করাতে হলে, অনেক দিন লাগবে ঠিক হতে। অপারেশন না লাগলে নিউ জিল্যান্ড সফরে যেতে পারবেন বলে আশা করছেন তিনি।
জানিয়ে রাখা ভাল, পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর, মিরপুরে।