শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে নিজেদের মধ্যে ভাগ হয়ে আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। একমাত্র প্রস্তুতি ম্যাচে সবুজ দলকে পাঁচ উইকেটে হারিয়েছে লাল দল।
বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) চার নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচটি শুরু হয় সকাল পৌনে দশটায়। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন দলের প্রায় সব ব্যাটসম্যানই। সবুজ দলের হয়ে সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন হাফ সেঞ্চুরি করার পর লাল দলের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
সবুজ দলের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলে লাল দল। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে না পেরে ১৫ রান করে ফিরে যান লিটন দাস। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েসকে সাথে নিয়ে ৬১ রান যোগ করেন তামিম ইকবাল। ইমরুল কায়েস ৩৩ রান করে আউট হয়ে গেলে ভাঙে এই জুটি।
এরপর তামিম ইকবালের ৫৮ বলে ৮০ রান ও মুশফিকুর রহিমের ৫৫ বলে ৬৪ রানে ভর করে জয়ের ভিত্তি পায় লাল দল। তামিম আউট হলেও অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে সেচ্ছায় অবসরে যান মুশফিকুর রহিম। মেহেদি হাসান করেন ২৪ রান, এছাড়া সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ২৬ রান ও মোসাদ্দেক হোসেন সৈকত করেন ২৮ রান।
সবুজ দলের পক্ষে দুটি উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও তাইজুল ইসলাম। চার ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় তামিম ইকবালের দল।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা সবুজ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতেই দুজন তুলে ফেলেন ১১৩ রান। দারুণ খেলতে থাকা এই দুই ওপেনার অন্য ব্যাটসম্যানদের প্রস্তুতির সুযোগ দিতে সেচ্ছায় অবসরে যান।
নাঈম সেখ করেন ৪৩ বলে ৩৮ রান ও সৌম্যর ব্যাট থেকে আসে ৭০ বলে ৬০ রান। এই দুজন অবসরে যাওয়ার পর উইকেটে আসেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। কিন্তু দুজনের কেউই বেশিক্ষণ থাকতে পারেননি। ঝড়ো শুরু করে সাকিব ফিরে যান ২০ বলে ২৮ রান করে এবং মিঠুন আউট হয়ে যান ৩ রান করে।
তবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সবুজ দলকে। মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় সবুজ দল। বড় লক্ষ্য নিশ্চিত করে মাহমুদউল্লাহ ও আফিফ। ৫৪ বলে মাহমুদউল্লাহ করেন ৬২ রান ও সমান সংখ্যাক বলে আফিফ করেন ৬৪ রান। আর
শেষের দিকে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।
লাল দলের পক্ষে দুটি উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান। বল হাতে নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসার সাত ওভার বল করে কোনো উইকেট পাননি। রান হজম করেছেন ৪৮ টি।
- সংক্ষিপ্ত স্কোর
সবুজ দল: ২৮৪/৩ (ওভার: ৪৫; নাঈম- ৩৮*(অবসর), সৌম্য- ৬০*(অবসর), সাকিব- ২৮, মিঠুন- ৩, মাহমুদউল্লাহ- ৬২(অবসর), আফিফ- ৬৪ (অবসর), মিরাজ- ১৭, বিপ্লব ৩*) (মুস্তাফিজ- ৭-০-৪৮-০, মেহেদি- ৯-০-৪০-২, সৈকত- ৮-১-৩৮-০, সাইফউদ্দিন- ৯-০-৬৫-০, শরিফুল- ৭-০-৪৫-১, নাসুম ৫-০-৪৪-০)
লাল দল: ২৮৮/৫ (ওভার: ৪১; তামিম – ৮০, লিটন – ১৫, ইমরুল – ৩৩, মুশফিক – ৬৪ (অবসর), শান্ত – ৯, মোসাদ্দেক – ২৮, মেহেদি – ২৪ (অবসর), সাইফউদ্দিন – ২৬ (অবসর), (মাহমুদউল্লাহ- ৫-০-২৯-২, সাকিব- ৬-০-৪৫-১, তাইজুল- ৬-১-২১-১, আমিনুল- ৩-০-৩৪-১)
ফলাফল: লাল দল ৫ উইকেটে জয়ী।