ধারাবাহিকতা ধরে রাখতেই…

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হলেও ঘরের মাঠে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করেছিল বাংলাদেশ। তাই নান্নু আত্ববিশ্বাসী আগের সিরিজে বিপর্যস্ত হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে ভালো খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে তেমন কোন চমক নেই বললেই চলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন ঘরের মাঠে আগের সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতেই দলে তেমন বড় কোন পরিবর্তন আনেননি তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হলেও ঘরের মাঠে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করেছিল বাংলাদেশ। ঐ সিরিজে ব্যাট বলে দাপট দেখিয়েছিল স্বাগতিকরা। এই জন্য আগের দলের উপরই ভরসা রেখেছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো খেলেছিলাম। সেই ধারাবাহিকতায় ওয়ানডে দলে খুব একটা পরিবর্তন আনিনি আমরা। মোটামুটি সবাই আছে। আমরা আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলবো।’

ঘরের মাঠে বরাবরই ওয়ানডেতে ভালো খেলে বাংলাদেশ। তাই নান্নু আত্ববিশ্বাসী আগের সিরিজে নিউজিল্যান্ডের কাছে বিপর্যস্ত হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে এই সিরিজে ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সাথে ঘরের মাঠে আমাদের দল সব সময়ই ভালো ক্রিকেট খেলে। আশা করছি এই সিরিজেও আমরা ভালো ক্রিকেট খেলবো। এবং আমাদের প্লেয়াররা যথেষ্ঠ আত্ববিশ্বাসী ঘরের মাঠে ভালো খেলতে। এবং নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষ করে এসেছি কিন্ত ওখানে ভালো করতে পারি নাই। ঘরের মাঠে ও বাইরে একটু ভিন্ন ধরণের ক্রিকেট হয়। ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো খেলেছি সেই হিসেবে আমরা যথেষ্ঠ আত্মবিশ্বাসী ভালো খেলবো।’

এই সিরিজ দিয়ে আবারো দলে ফিরেছেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য গত দুই সিরিজের (নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফর) দলে ছিলেন না এই অলরাউন্ডার। এছাড়া মোটামুটি ফিট আছেন বাকি ক্রিকেটাররা। প্রধান নির্বাচক জানিয়েছেন সেরা ক্রিকেটাররা দলে থাকায় উজ্জ্বীবিত থাকবে দল।

নান্নু বলেন, ‘অবশ্যই সেরা ক্রিকেটাররা দলে থাকলে দল সব সময়ই উজ্জ্বীবিত থাকে এবং আমরা সবাইকে ভালো ভাবে পাচ্ছি, ফিট আছে ইনশাআল্লাহ। অনুশীলন ম্যাচে সবাই খেলছে। এটা ধরে রাখলে ভালো একটা সিরিজ আশা করছি।’

করোনার কারণে গত কয়েক মাস ধরেই বায়ো বাবলে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। গত মার্চে দেশের মাটিতে বায়ো বাবলে থাকার পর নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে এবং শ্রীলঙ্কা সফরে তিন দিনের কোয়ারেন্টাইন ও ২০ দিন বায়ো বাবলে ছিলেন মুশফিক তামিমরা। নান্নু জানিয়েছেন ক্রিকেটাররা এটার সাথে এখন অভ্যস্ত হয়ে গেছে। তাই আর সমস্য হচ্ছে না তাদের।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলাম। সুতরাং ক্রিকেটাররা বায়ো বাবলের সাথে অভ্যস্ত হয়ে গেছে। শ্রীলঙ্কায় গিয়ে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিলাম তো এই জিনিসটা অভ্যস্ত হয়ে গেছে। ওরা প্রস্তুতি ম্যাচ খেলছে, কোন পার্থক্য কিন্তু মনে হচ্ছে না। সুতরাং আমিও আত্ববিশ্বাসী মানিয়ে নিতে পারবে ওরা।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে আড়াইটায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...