উপেক্ষিত প্রতিভার নাম তানভির ইসলাম

বাংলাদেশের ক্রিকেটে অনেকেই আশা দেখিয়েছেন। তবে সময়ের পরিক্রমায় বা নিয়তির হেরফেরে সুযোগটা পাননি ঠিকঠাক মতো। সেই তালিকার একটা নাম তানভির ইসলাম।

বাংলাদেশের ক্রিকেট অনেকেই আশা দেখিয়েছে। তবে কেউ কেউ সময়ের পরিক্রমায় বা নিয়তির হেরফেরে সুযোগটা পাননি ঠিকঠাক মতো। সেই তালিকার একটা নাম তানভির ইসলাম।

প্রতিভা, সক্ষমতা কিংবা সম্ভাবনা সবই ছিলো, আছে তাঁর মধ্যে। তবে বাঁহাতি এই স্পিনার নিজেকে মেলে ধরার সুযোগটা পাননি। কারণ হিসেবে উঠে আসে একই পজিশনে প্রতিযোগিতা, দলে সাকিব আল হাসানের মতো স্পিনার থাকা, সাকিব পরবর্তী সময়ে নাসুমের উপস্থিতি। এদের মাঝে তাইজুল ইসলামের আসা যাওয়াতে তানভির ইসলাম কখনোই ছিলেন না প্রথম পছন্দে।

তবে ক্রিকেটের সঙ্গে পথচলার শুরু থেকে নিজেকে অনেক ভাবেই প্রমাণ করেছেন তিনি। ক্রিকেট অঙ্গনে পা রাখেন ২০১৭ সালে। প্রথম শ্রেণি, লিস্ট এ ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর ওই বছরেই সুযোগ আসে বিপিএলের মঞ্চে।

তাঁর পরিসংখ্যানের দিকে তাকালে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচ খেলে নিয়েছেন ১৩৪টি উইকেটে। পাশাপাশি লিস্ট ‘এ’ ফরম্যাটেও তাঁর সংগ্রহ ১১১ ম্যাচ খেলে ১৬৩ উইকেট, সেই সাথে ঘরোয়া টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৮৭ উইকেট নিয়ে প্রমাণ করেছেন নিজের সক্ষমতা।

তানভিরের ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দেয় ইংল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে। অভিষেক ম্যাচে দুই ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। এরপর সুযোগ পেয়েছেন তিন ম্যাচে।

সর্বমোট চার ম্যাচ খেলে দুইটি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে, ইকনোমি রেট ৭.৬৬।এরপর সেভাবে আর আলোচনায় আসেনি তাঁর নাম। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেলেও অভিষেক ঘটেনি।

তবে নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন বেশ ভালো ভাবেই। ১০ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। যা সাদা বলের ফরম্যাটে তার সক্ষমতার জানান দিয়ে রাখল।

কৌশলগত পরিকল্পনা বা বাঁহাতি স্পিনার হিসেবে দলের মধ্যে প্রতিযোগিতা সব মিলিয়ে নির্বাচকদের লাইম লাইটে আসেন না তিনি। তবে বুদ্ধিদীপ্ত বোলিংটা তাকে বার বার নিয়ে আসে আলোচনার টেবিলে।

ঠিকঠাক সুযোগটা পেলে সাদা বলের ক্রিকেটে তানভির হতে পারেন ইম্প্যাক্টফুল একজন বোলার। তবে প্রশ্নটা— সে সুযোগটা তিনি পাবেন কি?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link