বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ। আর সে যাত্রায় ব্যর্থতায় মোড়ানো এক তিক্ত সময় কাটিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। তবে বিশ্বকাপ শেষ হলেও আপাতত নেই বিশ্রামের সুযোগ। চলতি মাসের শেষ দিকেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। ফরম্যাট বদলে টাইগারদের এখন লক্ষ্য বিশ্বকাপ দুঃস্মৃতি ভুলে টেস্ট সিরিজে মনোনিবেশ করা।
তবে আসন্ন সিরিজে খেলছেন না অনেক সিনিয়র ক্রিকেটারই। আগেই জানা গিয়েছিল ইনজুরির কারণে সাকিব থাকবেন না এই সিরিজে। সেই তালিকায় এবার যুক্ত হলো পেসার তাসকিন আহমেদেরও নাম।
মূলত বোলিং আর্মে মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন এ পেসার। আর তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমকে তাসকিন নিজেই বিষয়টি জানিয়েছেন।
অবশ্য বিশ্বকাপের মাঝেই ইনজুরির কারণে ২ ম্যাচ মাঠের বাইরে ছিলেন তাসকিন। যদিও বাংলাদেশের ব্যর্থ বিশ্বকাপ মিশনে বাকি সাত ম্যাচেই একেবারেই জ্বলে উঠতে পারেননি। ৭ ম্যাচে নিয়েছেন মোটে ৫ উইকেট। তাসকিনের বিবর্ণ পারফরম্যান্সে বিশ্বকাপে বাংলাদেশও ছিল বিপর্যস্ত।
বড় স্বপ্ন নিয়ে গেলেও ৯ ম্যাচের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। যদিও ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে থাকা বাংলাদেশের শেষ রক্ষাটা হচ্ছে। অতি নাটকীয় কিছু না হলে, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ।
তাসকিনের মতো টেস্ট সিরিজে থাকছেন না আরেক পেসার এবাদত হোসেনও। বিশ্বকাপের আগে চোটে পড়ে লম্বা সময়ের জন্য বাইরে রয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে সিরিজে তাই দলের মূল দুই পেসারকে বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে।
আগামী ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। এর আগে অবশ্য দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এ দুই দল।