হায়দ্রাবাদ টেস্টের দুঃস্মৃতি ভুলে বিশাখাপত্তনমে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে শঙ্কার ব্যাপার হচ্ছে, প্রথম টেস্টের দুই সেরা পারফর্মার লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজাকে এই টেস্টে পাচ্ছে না রোহিত শর্মার দল। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে তাই চিন্তার ভাঁজ। মিডল অর্ডারে লোকেশের অভাব কে পূরণ করবেন? আবার রবীন্দ্র জাদেজার রোলটাই বা কে পালন করবেন?
আগেই জানা গিয়েছিল, সিরিজের প্রথম দুটি টেস্ট খেলবেন না বিরাট কোহলি। আর তাতেই স্কোয়াডে জায়গা মিলেছিল রজত পাতিদারের। তবে লোকেশ রাহুল ইনজুরিতে ছিটকে পড়ায় এরই মধ্যে স্কোয়াডে যুক্ত করা হয়েছে আলোচিত নাম সরফরাজ খানকে। বিশাখাপত্তনম টেস্টে তাই নাম্বার চারে খেলার দৌড়ে রয়েছেন এ দুই ব্যাটারই।
তবে এ দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার মধুর সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। কেননা, দুই ব্যাটারই লাল বলের ক্রিকেটে রয়েছেন দারুণ ছন্দে। ২০২০ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে সরফরাজ ২০০০-এর বেশি রান করেছেন, গড় ৮২.৪৬। এ সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন গড়ে এত রান বিশ্বের আর কোনো ক্রিকেটার করতে পারেননি। এ ছাড়া টানা ২ মৌসুমে রঞ্জি ট্রফিতে ৯০০ এর বেশি রান করেছেন। আর সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার।
ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের এই উড়ন্ত ফর্মের সময়েই ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে সরফরাজ খানের। তবে রজত পাতিদারও কম যান না। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৪৬ গড়ে রান করেছেন। যে সংখ্যাটা সরফরাজের চেয়ে কম হলেও পাতিদার মূলত নজর কেড়েছে এ দলের ক্যাম্পেইনে। ভারত এ দলের হয়ে খেলা এ ব্যাটার ৫ ম্যাচে ৮৪.৫০ গড়ে করেছেন ৫০৭ রান। যেখানে ৩ টা সেঞ্চুরিও ছিল তাঁর ব্যাটে। তাই ৪ নাম্বারে জায়গা পাওয়ার দৌড়ে তিনিও মোটেই পিছিয়ে নেই।
এদিকে রবীন্দ্র জাদেজার শূন্যস্থান পূরণের দৌড়ে রয়েছেন কুলদ্বীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। এর মধ্যে ওয়াশিংটন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন। তবে বিশাখাপত্তনমের স্পিনিং ট্র্যাকে একজন বিশেষজ্ঞ স্পিনারই খেলাতে চাইবেন টিম ইন্ডিয়া। সে ক্ষেত্রে কুলদ্বীপ যাদবই এই মুহূর্তে একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।
লাল বলের ক্রিকেটে ফর্মটা মোটেই ভাল যাচ্ছে না শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের। তবে এই দুই ব্যাটারের উপরই আপাতত ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পরের টেস্টেও একাদশে দেখা যাবে এ দুই ব্যাটারকে। সম্ভাব্যতা যতটুকু জানাচ্ছে, তাতে দুই পরিবর্তন নিয়েই পরের টেস্টে মাঠে নামবে রোহিত শর্মার দল।