শোয়েব মালিক আসলে কি চান?

ঠিক কি করতে চাইছেন শোয়েব মালিক তা হয়ত আমার, আপনার সাধারণ মস্তিষ্কে ধরবে না। তার পরবর্তী পদক্ষেপও আন্দাজ করাও যেন কষ্টসাধ্য এক কাজ।

না, ঠিক কি করতে চাইছেন শোয়েব মালিক তা হয়ত আমার, আপনার সাধারণ মস্তিষ্কে ধরবে না। তার পরবর্তী পদক্ষেপও আন্দাজ করাও যেন কষ্টসাধ্য এক কাজ। শোয়েব মালিক নিজের চারপাশে কেমন একটা ধোঁয়াশার সৃষ্টি করছেন। তার সাথে জড়িয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও।

ক্রিকেট দুনিয়া গেল বেশ কয়েকদিন ধরেই আলোচনার খোরাক মেটাচ্ছেন শোয়েব মালিক। প্রথমে আলোচনার জন্ম দিলেন নিজের তৃতীয় বিয়ের মধ্য দিয়ে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে তার সম্পর্কেরও ইতি ঘটেছে। ‘পাওয়ার কাপল’ খ্যাত এই যুগলের মধ্যে মনের অমিল যেন ছিল দীর্ঘদিনের। তাতে করে মালিকের বিপক্ষে পরকীয়ার গুঞ্জনও উঠেছিল।

এরপরই তিনি চলে এলেন বিপিএলের ময়দানে। তৃতীয় বিয়ের রেশ তখনও কাটেনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। ফরচুন বরিশালের জার্সি গায়ে চাপালেন তিনি। খেললেনও ৩ ম্যাচ। এই তিন ম্যাচের শেষ ম্যাচটায় আবার নতুন করে সন্দেহের ডালপালা নিজেই যেন ছড়িয়ে দিলেন।

একজন অফস্পিনার হয়েও স্রেফ এক ওভারে দিয়েছিলেন তিন-তিনটি ‘নো’ বল। সেটাই ‘স্পট-ফিক্সিং’ নামক নেক্কারজনক ঘটনার দূর্গন্ধ ছড়ায়। যদিও মালিক নিজে এবং ফরচুন বরিশাল দুই পক্ষই সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন। সেখানেই থেমে থাকেননি মালিক।

হুট করে পাড়ি জমিয়েছেন দুবাইয়ে। ফরচুন বরিশালকে টুর্নামেন্টের মাঝপথে রেখেই। ফিক্সিংয়ের ধুম্রজাল যেন আরও খানিকটা ঘনিভূত হয়। এর উপর তিনি আর বিপিএল খেলবেন না বলে জানানো হয় ফরচুন বরিশালের পক্ষ থেকে। তার বদলি খেলোয়াড় হিসেবে পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ বরিশালের দলে অন্তর্ভুক্ত হন।

দুই ম্যাচ খেলে একটি ফিফটির দেখাও পেয়ে গেছেন শেহজাদ। এখন আবার হুট করেই চারিদিকে চাওড় হয়েছে- শোয়েব মালিক ফিরছেন ফরচুন বরিশালে। সিলেট পর্বের শেষ ম্যাচেই তিনি বরিশাল শিবিরে যোগদান করবেন। এই ঘটনাপ্রবাহই আসলে মালিককে ঘিরে নানান প্রশ্নের জন্ম দেয়।

যদিও মালিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বলেছেন, দুবাই যাত্রা তার পূর্ব পরিকল্পপনার অংশ। তিনি অধিনায়ক তামিম ইকবালের সাথে এ নিয়ে পরামর্শও করেছেন। সেখান থেকে ফেরত আসার ক্ষেত্রে নানানরকমের শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি। তাতে করে বরিশালের কাছ থেকে আনুষ্ঠানিক বিবৃতি মারফত জানানো হয়- মালিকের সাথে চুক্তি শেষ ফরচুন বরিশালের।

কিন্তু এত সব কাণ্ডের পর মালিক আবার ফিরছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। দলের সাথে বাকিটা সময় থাকবেন, এমনটাই জানা গিয়েছে আপাতত। তবে শুরুর দিকেই তো বলা, শোয়েব মালিকের পরবর্তী পদক্ষেপ বোঝা বড় দায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...