টেস্টের ‘বিরল’ রত্ন রত্নায়েকে

টেস্ট ক্রিকেটে এমন প্রতিভা একেবারেই বিরল। রত্নানেকে তাই শ্রীলঙ্কার জন্য খুবই স্পেশাল। দিনে ৩২ ওভার বোলিং করেছেন। তেমন কোনো বিরতি পাননি বোলিং স্পেলে।

সকালের সেশনে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিলেন লঙ্কান সব্যসাচী থারিন্দু রত্নায়েকে। ৪৫ রানের মধ্যে বাংলাদেশের যে তিনটা উইকেট যায় – তাঁর দুইটাই নেন দুই হাত দিয়ে বোলিং করতে পারা এই রত্নায়েকে।

ক্রিকেটে এই ধরণের যোগ্যতা খুবই বিরল। এমন সামর্থ্য বাংলাদেশের ঘরোয়া লিগেও একজন দেখিয়ে থাকেন। তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল শাইনপুকুরের অধিনায়ক রায়ান রাফসান রহমান।

যদিও, টেস্ট ক্রিকেটে এমন প্রতিভা একেবারেই বিরল। রত্নানেকে তাই শ্রীলঙ্কার জন্য খুবই স্পেশাল। দিনে ৩২ ওভার বোলিং করেছেন। তেমন কোনো বিরতি পাননি বোলিং স্পেলে।

মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের সময় তিনি বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার। অন্যদিকে স্ট্রাইকে শান্ত আসলে তিনি বনে যান ডান হাতি অফ ব্রেক বোলার। ফলে, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এক সাথে দুই বোলারের সার্ভিস পেয়েছেন এই রত্নায়েকের কাছে।

দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন। ভাঙা ভাঙা ইংরেজিতে নিজের অভিষেক টেস্টের প্রথম দিনের অভিজ্ঞতা জানান। রত্নায়েকে-কে অবশ্য কোনো ভাবেই তরুণ বলা যাবে না। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৭৩ টি ম্যাচ খেলে ৩৩৭টি উইকেট নিয়েছেন।

ঘরোয়া ক্রিকেট খেলছেন প্রায় ১০ বছর ধরে। বয়স মাস দুয়েক আগে ২৯ হয়ে গেছে। থারিন্দুকে নিয়ে শ্রীলঙ্কা দলে দুই হাতের বোলার এখন দুজন, আগে থেকেই আছেন কামিন্দু মেন্ডিস।

গল স্পিনারদের জন্য অনেকটা তীর্থভূমির মতো। স্বাভাবিকভাবেই এই স্পিন–স্বর্গে বাড়তি সুবিধা পাবেন থারিন্দু। তবে, এর জন্য তাঁকে, অন্তত কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। যত দিন গড়াবে ততই স্পিনারদের জন্য সহায়ক হবে গলের উইকেট।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link