সমকালীন ফিল্ডিং গ্রেট

ক্রিকেট মাঠে প্রতিপক্ষ ব্যাটারকে চাপে রাখার জন্য দলের বোলার, উইকেটরক্ষকের মতো ফিল্ডারের দায়িত্বও বেশ গুরুত্বপূর্ণ। ফিল্ডিং এর মাধ্যমে ব্যাটারের রান সংগ্রহকে সীমিত আকারে হলেও আটকে রাখা যায়। আবার ক্যাচ আউট ও রান আউট এর দায়িত্বও ফিল্ডারদের ওপর ন্যস্ত থাকে। বিশ্ব ক্রিকেট দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস, ভারতের মোহাম্মদ কাইফ, অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক এবং ইংল্যান্ডের কেভিন পিটারসনের মতো বাঘা বাঘা ফিল্ডারদের সাক্ষী হয়ে আছে।

ভালো ফিল্ডিং একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা সব ক্রিকেটারের মধ্যে থাকে না। বিগত দশক অবধি ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং সাইডকে খুব নড়বড়ে বলে বিবেচনা করা হতো। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেয়ার পর থেকে ফিল্ডিংয়ে ভারত উন্নতি করতে শুরু করে। এরপর বিরাট কোহলিই ক্রিকেটাঙ্গনে একমাত্র অধিনায়ক, যিনি দলীয় একাদশ বাছাই করার জন্য ফিটনেস ও ফিল্ডিং এর প্যারামিটার ব্যবহার করেন।

ফিল্ডিং নিয়ে এত আলোচনার একটাই কারণ। আজকের আয়োজনটা এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সেরা ফিল্ডারদের নিয়ে।

  • রবীন্দ্র জাদেজা (ভারত)

ক্রিকেট বোদ্ধাদের মতে বর্তমান সময়ের সেরা ফিল্ডার হলেন রবীন্দ্র জাদেজা। ভারত দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। তার দূর্দান্ত ‘থ্রোয়িং আর্ম’-এর কারণে তিনি প্রায়ই ডিরেক্ট থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। প্রায় অসম্ভব ধরণের রান আউটের জন্য তিনি বিখ্যাত।

তিনি তার সীমিত ওভারের ক্যারিয়ারে ৯০ এর বেশি ক্যাচ নিয়েছেন এবং ৫৯ টি টেস্ট ম্যাচে ৩৯ টি ক্যাচ নিয়েছেন। ফিল্ডিংয়ে তাঁর অসাধারণ ডাইভ, আর দারুণ সব ক্যাচের কারণে ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ফিল্ডার হিসেবে সুনাম কুড়িয়েছেন। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর ফিল্ডিংয়েও ভূমিকা রাখার সুযোগ আছে।

  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) 

অস্ট্রেলিয়ান ক্রিকেট দল সবসময়ই মাঠে তাদের চটপটে এবং দ্রুত ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত। মাইকেল ক্লার্কের দুর্দান্ত উত্তরসূরি গ্লেন ম্যাক্সওয়েল অনায়াসে তাই এই সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন।

তিনি ক্যাচ ধরতে ভীষণ পটু। সচরাচর তাঁর হাত থেকে ক্যাচ ছু্টতে দেখা যায় না। যার জন্য বেশিরভাগ সময়ই তিনি বাউন্ডারিতে ফিল্ডিং করেন। তার ক্যারিয়ারে খুব বেশি ক্যাচ মিসের রেকর্ড নেই। সত্যিকার অর্থেই একজন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

  • বিরাট কোহলি (ভারত) 

ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে কোহলিকে ধরা হয় সবচেয়ে দক্ষ হাতের অধিকারী। ফিল্ডিংয়ে দূর্দান্ত সব ক্যাচের সাথে সাথে রানও বাঁচান তিনি। ফিল্ডিংয়ের সময় বিরাটের দৃষ্টি কঠোর নজরদারিতে রাখে ব্যাটারের ছোড়া বলকে।

তিনি যেন রীতিমত একজন বাজপাখি। তাঁর আশপাশ গলে বল চলে যাওয়া যেন একেবারেই অসম্ভব। বিরাট কোহলিকে এখনই বিবেচনা করা হয় ফিল্ডিংয়ে সর্বকালের সেরাদের একজন হিসেবে। আর ফিল্ডিংয়ে তাঁর মত একজন ব্যক্তিত্বের উপস্থিতি দলকে চাঙ্গা করতে যথেষ্ট।

  • বেন ষ্টোকস (ইংল্যান্ড) 

এই অলরাউন্ডার ফিল্ডিংয়েও যেকোন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটার অ্যান্ডিল ফেহলাকওয়াইও-কে আউট করা ক্যাচটিকে ‘সর্বকালের সেরা ক্যাচ’ হিসেবে আখ্যায়িত করা হয়।

স্টোকস এর অ্যাথলেটিক ভঙ্গিমার জন্য তাঁর ক্যাচগুলো আরও আকর্ষনীয় লাগে দেখতে। মাঠের যেকোন জায়গায় যেন তিনি সদা প্রস্তুত প্রতিপক্ষে ভুলের সদ্ব্যবহার করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link