ডারউইনে দ্য ডেভিড স্টর্ম

টিম ডেভিড যেন একটা ঝড়ের নাম, যে ঝড় কোনো নিয়ম মানে না, কোনো কিছুর পরোয়া করে না৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছেন ৫২ বলে ৮৩ রানের বিধ্বংসী এক ইনিংস। আফ্রিকার বোলাররা শুধু তাকিয়ে দেখেছে দ্য ডেভিড স্টর্ম।

টিম ডেভিড যেন একটা ঝড়ের নাম, যে ঝড় কোনো নিয়ম মানে না, কোনো কিছুর পরোয়া করে না৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছেন ৫২ বলে ৮৩ রানের বিধ্বংসী এক ইনিংস। আফ্রিকার বোলাররা শুধু তাকিয়ে দেখেছে দ্য ডেভিড স্টর্ম।

ডারউইনে আফ্রিকার বিপক্ষে ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল অস্ট্রেলিয়া। এমন চাপের মুহূর্তে ক্রিজে আসেন টিম ডেভিড। আজকে মঞ্চটা তাঁর আগ্রাসী মেজাজের অনুকূলে ছিল না। তবে তাতে কী! পরিস্থিতিটাই তো নিজের করে নিতে পারেন তিনি।

সেটাই করলেন ডেভিড। উইকেট হারাতে থাকা বিপর্যস্ত অস্ট্রেলিয়াকে টেনে তুললেন নিজের স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে। মাত্র ২৯ বলে তুলে নিলেন ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি ফিফটি, যা দলকে নতুন করে প্রাণ ফিরিয়েছে।

এরপরও থামেননি, বরং আরও ভয়ানক হয়েছে তাঁর ব্যাট। পেস কিংবা স্পিন—যাই হোক না কেন, কোনো কিছুকেই পাত্তা দেননি তিনি। রুদ্ধমূর্তি ধারণ করে আফ্রিকান বোলারদের একেবারে ছাতুপেটা করেছেন।

শেষমেশ থেমেছেন ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে। চারটি চারের পাশাপাশি হাঁকিয়েছেন আটখানা ছয়। ব্যাট করেছেন প্রায় ১৬০ স্ট্রাইক রেটে। তাঁর এই ইনিংসে ভর করে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াও পেয়েছে ১৭৮ রানের বড় সংগ্রহ।

টিম ডেভিড এমনই। যেকোনো পরিস্থিতিতে নিজের জাত চেনাতে ভুল করেন না। নিজের দিনে সমস্ত সমীকরণ পালটে দিতে পারেন এক লহমায়। আর বোলারদের অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া করার থাকে না কিছুই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link