দু’টো পেনাল্টি, দু’টো গোল। কিলিয়ান এমবাপ্পে ছুটছেন গায়ে চাপিয়ে সফেদ গৌরব। রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমড়ায় পরিণত হয়েছেন ফরাসি এই তারকা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের আগমনী বার্তা ছড়িয়েছে জুভেন্টাস ও ডর্টমুন্ড। আর্সেনাল পেয়েছে সহজ জয়। লন্ডনের আরেক ক্লাব টটেনহাম হটস্পার্স ১-০ গোলে কোন মতে বাগিয়েছে তিনটি পয়েন্ট।
ইউরোপীয়া ক্লাব ফুটবলের সবচেয়ে জমকালো আয়োজন চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম গড়িয়েছে মাঠে। প্রথম দিনেই সবচেয়ে সফল দলের খানিকটা কষ্টার্জিত জয়। ঘরের মাঠে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে বেশ ভালই ধুকেছে রিয়াল মাদ্রিদ। দু’টো পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোলে তাদের নামের পাশে যুক্ত হয়েছে তিনটি পয়েন্ট।
ওপেন প্লে থেকে আর্জেন্টাইন গোলরক্ষক রুল্লির দৃঢ়তা টলাতে পারেনি ১৫ বারের চ্যাম্পিয়নরা। তবে স্রোতের বিপরীতে ঠিকই জালের ঠিকানা খুঁজে পেয়েছে মার্শেই। গোলদাতা টিমোথি উইয়াহ। মার্শেইকে সামলাতে গিয়ে প্রায় দিশেহারা মাদ্রিদের রক্ষণ। মেজাজ হারিয়ে দানি কার্ভাহাল দেখেছেন রেডকার্ড। ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নোল্ড তো ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চেপে উঠে গেছেন মাঠ ছেড়ে।

দশ জনের রিয়াল মাদ্রিদ শেষ অবধি ২-১ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। বেশ নড়বড়ে শুরু স্প্যানিশ জায়েন্টদের। তবে প্রথমরাতের জম্পেশ ম্যাচ উপহার দিয়েছে ইতালির জুভেন্টাস ও জার্মানির ডর্টমুন্ড। প্রথমার্ধে সমান-সমান লড়াইয়ে 0-0 ছিল স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে ম্যাচের টেম্পো বেড়ে এভারেস্ট সমান।
চোখের পলকে শেষের ৪৫ মিনিটে গোল হয়েছে আট খানা। দুই দলই দিয়েছে সমান চারটি করে গোল। জুভেন্টাসের লয়েড কেলির অন্তিম মুহূর্তের গোলে অন্তত একটি পয়েন্ট জুটেছে জুভেন্টাসের কপালে। এ যেন ক্লাসিক ইউসিএল দ্বৈরথ। তবে এতটাও বেগ পোহাতে হয়নি ইংলিশ ক্লাব আর্সেনালকে। ২-০ গোলের ব্যবধানে তুলনামূলক সহজ জয়ই পেয়েছে তারা স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিক ক্লাবের বিপক্ষে।
ভিয়ারিয়াল আর টটেনহ্যাম গোল হয়েছে একটি। ম্যাচের চার মিনিটের মাথায় লুইজ জুনিয়রের আত্মঘাতি গোলেই তিন পয়েন্ট গিয়েছে স্পার্সের পকেটে। নতুন মৌসুমের প্রথম দিন যেন আভাস দিচ্ছে দারুণ এক মৌসুমের। সকালের সূর্য দেখেই তো বলে দেওয়া যায় পুরো দিন কেমন যাবে।












