‘মন্দের ভাল’ দিয়ে টেস্ট চলে না

দুই ওপেনারের মধ্যে অদ্ভুত মিল। দু’জনই ক্যারিয়ারের গোড়ায় সেঞ্চুরি পেয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। তবে, যত সময় গড়িয়েছে - ততই যেন খেই হারিয়ে তলানিতে ডুব দিয়েছেন।

দুই ওপেনারের মধ্যে অদ্ভুত মিল। দু’জনই ক্যারিয়ারের গোড়ায় সেঞ্চুরি পেয়েছেন। নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। তবে, যত সময় গড়িয়েছে – ততই যেন খেই হারিয়ে ফেলেছেন, ডুব দিয়েছেন তলানিতে।

সেই দু’জন হলেন বাংলাদেশের দুই ওপেনার – জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথারীতি ব্যর্থ তাঁরা।

জাকির হাসান ১৫ রান করেছেন। আর জয়ের ব্যাট থেকে এসেছে পাঁচটি রান। উদ্বোধনী জুটি ছিল ২০ রানের। ২১ রানের মধ্যেই দু’জন ফিরে যান দু’জন সাজঘরে। এক সাথে শুরু – এক সাথে শেষ।

শেষ ১২ ইনিংসে সর্বোচ্চ ৪০ রানের একটি ইনিংস। ভারতের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করা জাকির হাসানের ব্যাট যেন প্রমাদ গুণছে। দ্বিতীয় ইনিংসে ভাল খেলেন – সেই তকমাও ঝেড়ে ফেলেছেন তিনি।

একই দশা মাহমুদুল হাসান জয়েরও। তাঁরও শেষ ১২ টা ইনিংসে বলার মত সংগ্রহটাও ওই ৪০ রানের। অথচ, জয়ের শুরুটাও ছিল দারুণ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ৭৮ রানের ইনিংস নিউজিল্যান্ডে। তৃতীয় টেস্টেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করে তিনিও নিজেকে প্রস্তুত বলেই ঘোষণা করেছিলেন।

লম্বা দৌঁড়ের ঘোড়া পেয়েছে বাংলাদেশ। বলছিল সবাই। কিন্তু, সময় গড়ানোর সাথে সাথে তিনি নিজের সঙ্গী জাকির হাসানের মত নিজেকে হারিয়ে খুঁজছেন প্রতিনিয়ত। দু’জনের ক্যারিয়ারটাও এখন একই অবস্থানে দাঁড়িয়ে আছে। ২৫-এর আশেপাশে গড়। চারটি হাফ সেঞ্চুরির পাশে একটি করে সেঞ্চুরি। দু’জনের একই রকম পরিসংখ্যান, পরিণতিও কি হবে একই রকম?

এমন হওয়ার কথা ছিল না। প্রত্যাশা পূরণে বারবার ব্যর্থ হচ্ছেন দু’জন। যে সময়টাতে এসে ব্যাটিংয়ে সিদ্ধ হস্ত হয়ে উঠবেন, সেই সময় ব্যাটে মরচে ধরেছে। আর তাঁদের এই বাজে সময়ের কারণে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বিপাকে পড়ছে প্রায় প্রতিটা ম্রাচেই। ওপেনিং জুটিকে বাদ রেখেই হিসাবটা করা হয় ইদানিং।

আবার ব্যাপারটা এমনও না যে, ওপেনিং পজিশনে এই দু’জন সেরা পছন্দ। আসলে উল্টো, তাঁরা মন্দের ভাল। স্কোয়াডে তুলনামূলক ‘কম খারাপ’ দু’জনকে বিবেচনা করা হচ্ছে ওপেনিং। কোনো মোক্ষম বিকল্পও নেই যে তাঁদের বাইরে রাখার দাবি তোলা যাবে! তাই, টপ অর্ডার নিয়ে প্রতিনিয়ত ভুগছে বাংলাদেশ দল। প্রভাব পড়ছে গোটা দলের পারফরম্যান্সে।

Share via
Copy link