পেসত্রয়ীর পেস সাম্রাজ্য

পাকিস্তানের মাটিকে পেসারদের উপত্যকা বললে, একটুও ভুল বলা হয় কি? বোধহয় না। নব্বই দশক থেকে শুরু করে অদ্যাবধি, পাকিস্তানি পেসারদের আগ্রাসন চলছে বিরামহীন ভাবে। তবে শাহীন-নাসিম-রউফ পেসত্রয়ীর মতো সমান তালে উইকেট নেওয়ার ক্ষমতা বোধহয় তাদের ইতিহাসেও বিরল।

মানে ,একই সাথে দলের তিন পেসারই প্রতি ম্যাচে উইকেট নেওয়ার পাল্লা দিচ্ছেন কিংবা টুর্নামেন্টে উইকেট শিকারের পোডিয়ামে জায়গা নিচ্ছেন তিনজনই, এমন ঘটনা নগণ্যই বলা চলে।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারীদের চিত্রটা দেখলে দেখা যায়, হারিস রউফ, নাসিম শাহ আর শাহীন আফ্রিদি- এই তিনজনই যথাক্রমে রয়েছেন শীর্ষ তিনে। হারিস রউফ ৩ মাচে নিয়েছেন ৯ উইকেট। আর সমান সংখ্যক ম্যাচে ৭ টি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি ও নাসিম শাহ।

পাকিস্তান তাদের খেলা ৩ ম্যাচেই প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে। আর সেই ৩০ উইকেটের মধ্যে শাহীন-নাসিম-রউফ পেসত্রয়ীই নিয়েছে ২৩ টি উইকেট। শুধু তাই নয়, পাকিস্তানের পেসারদের এই উইকেট নেওয়ার সংখ্যাটা কতটা দাপুটেময় ছিল তা বুঝা যায় ভারত আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই।

এ দুই ম্যাচে পাকিস্তানের কোনো পেসারই ফাইফারের স্বাদ পাননি। কিন্তু এ দুই ম্যাচ মিলিয়ে পাকিস্তানের পেসাররা শিকার করেছে ১৯ টি উইকেট। এর মধ্যে ভারতের ১০ টা উইকেটই তুলে নিয়েছিল পেসাররা। যে ম্যাচে শাহীন আফ্রিদির ৪ উইকেটের পাশাপাশি নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছিলেন ৩ টি করে উইকেট।

এখন পর্যন্ত এশিয়া কাপে শাহীন-নাসিম-রউফ পেসত্রয়ী কতটা ক্ষুরধার ছিল, তা বুঝা যাবে আরেকটি পরিসংখ্যানে। এ তিন পেসারের কারো বোলিং গড় এখন পর্যন্ত ১৫ এর উপর না। হারিস রউফ ৯ টি উইকেট নিয়েছেন ১০.৩৩ গড়ে। অর্থাৎ প্রতি ১০ রানের বিনিময়ে তিনি একটি করে উইকেট পেয়েছেন। নাসিম শাহ আর শাহীন আফ্রিদির ক্ষেত্রে সেই সংখ্যাটা যথাক্রমে ১২.৪২ ও ১৪.৮৫।

শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলা কিংবা প্রতিপক্ষে আক্রমণের বিপরীতে পাল্টা আগ্রাসন দেখানো, এখন পর্যন্ত পাকিস্তানের এই তিন পেসার সবটাই করেছে এবারের এশিয়া কাপে। রানপ্রসবা উইকেটেও যেন ব্যাটারদের নিস্তার নেই এ পেসত্রয়ীর হাত থেকে। একটা পেস সাম্রাজ্যই তৈরি করতে চলেছে এ তিন পেসার।

এবারের এশিয়া কাপ কিংবা আসন্ন বিশ্বকাপ, শাহীন-নাসিম-রউফ পেসত্রয়ী যে পাকিস্তানের জন্য বড় একটা ফ্যাক্টর হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য। ক্রিকেট বিশ্ব ভয়ঙ্কর অনেক বোলিং জুটির সাথে পরিচিত।

কিন্তু, পেসত্রয়ী ব্যাপারটার সাথে পরিচিতি কিছুটা কমই। পাকিস্তানের এই তিন পেসার বি,শ্ব ক্রিকেটকে যেন সেই ব্যাপারটার সাথেই পরিচিত করতে চাচ্ছে। আর সেটা হলে গেলে বাবর আজমের দলের শ্রেষ্ঠত্ব ঠেকায় কে!

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link