বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের মধ্যকার দ্বন্দের কথা জানা আছে সবারই। অনেকবারই বিতর্কের জন্ম দিয়েছেন এই দুই ক্রিকেটার, সর্বশেষ গত ১মে সরাসরি বিতণ্ডায় জড়িয়েছিলেন তাঁরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বনাম লক্ষ্মৌ সুপার জায়ান্টস ম্যাচের পর দুজনের মধ্যে চলেছিল কথার লড়াই।
এর সূত্রপাত অবশ্য ঘটেছিল লক্ষ্মৌ পেসার নাভিন উল হকের সাথে কোহলির কথা কাটাকাটির কারণে। ম্যাচ শেষে গম্ভীরও জড়িয়ে পড়েন তাঁদের লড়াইয়ে। এর আগে ২০১৩ সালের আইপিএলেও একই ঘটনা ঘটেছিল।
এবার লক্ষ্মৌ-ব্যাঙ্গালুরু ম্যাচ নিয়ে প্রশ্ন শুনতে হলো সাবেক ভারতীয় ওপেনারকে। উত্তরে তিনি বলেন, ‘শুধু নাভিন উল হক, অন্য যেকোনো খেলোয়াড় হলেও আমি তাঁকে ডিফেন্ড করতাম। এটাই আমার কাজ, আমি এভাবেই গড়ে উঠেছি। আমি কেন আমার ছেলেদের সমর্থন করব না, সম্প্রচারক তাঁর জন্য কাজ করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বেশি প্রভাব রয়েছে এর মানে তো সে কারও সাথে যেমন খুশি করতে পারবে না।’
এই ব্যাটার আরো যোগ করেন, ‘আমি যদি আমার খেলোয়াড়দের সামনে দাল হয়ে দাঁড়াতে না পারি, তাহলে আমার ড্রেসিংরুমে থাকার কোনো অধিকার নেই।’
তবে বিরাট কোহলির সঙ্গে তাঁর দ্বন্দ, বিবাদ সবই কেবল মাঠে সীমাবদ্ধ, এমনটাই দাবি করেছেন এই তারকা। সম্প্রতি একটা অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন বোলারের বিপক্ষে পঞ্চাশতম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি।
এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘লকি ফারগুসন। এই ক্লিপটা বারবার দেখাবেন দয়া করে, আমার সব মনে থাকে। আমার লড়াই শুধুই মাঠের ভিতরে।’ এমন উত্তরে অনুষ্ঠানের সঞ্চালক তো বটে, আরেক অতিথি পিযুষ চাওলাও বেশ অবাক হয়েছিলেন। অনলাইন দুনিয়াতেও এই ভিডিও প্রকাশ হতেই ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে।