এশিয়া কাপে জার্সি বিতর্ক, কেন নেই পাকিস্তানের নাম?

শুরু হয়ে গিয়েছে এশিয়া মহাদেশের ক্রিকেটীয় শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই এশিয়া কাপ। টুর্নামেন্টের আগে স্বাভাবিকভাবেই জার্সি উন্মোচন করেছে অংশগ্রহণকারী দলগুলো, সেসব জার্সির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। এরপরই প্রশ্ন উঠেছে সর্বত্র জার্সিতে আয়োজক দেশের নাম নেই কেন?

আসলেই, এবারের এশিয়া কাপে কোন দলের জার্সিতেই আয়োজক দেশ পাকিস্তানের নাম নেই। এবার অবশ্য উদ্ভুত প্রশ্নের উত্তর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁদের তথ্য মতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নিজেই স্বাগতিক দেশের নাম না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মূলত নেয়া হয়েছিল গত আসরে, এ বছরও সেটা কার্যকর রেখেছে এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

পিসিবির একটি সূত্র জানায়, ‘পূর্বে আলোচনা করা হয়েছিল যে, ২০২২ সালের এশিয়া কাপের সময় টুর্নামেন্টের লোগোতে বছর এবং আয়োজক নাম অন্তর্ভুক্ত করা হবে না। মূলত আয়োজক দেশ একাধিক হওয়ায় একাধিক লোগো ব্যবহার করতে হয়। একটিতে শ্রীলঙ্কা ২০২২, অন্যটিতে ইউএই ২০২২ এবং একটিতে শুধুমাত্র ২০২২ ছিল। আমাদের লক্ষ্য ছিল আরও কার্যকর লোগো প্রচারের জন্য ধারাবাহিকতা নিশ্চিত করা।’

সূত্রটি আরো যোগ করে, ‘ফলস্বরূপ এই বছরের এশিয়া কাপের জন্য সময়সূচী ঘোষণা সংক্রান্ত সব কার্যক্রমে বছর এবং আয়োজক দেশের নাম ছাড়াই এশিয়া কাপের লোগো ব্যবহার করেছি।’

এই কর্মকর্তার কথাতে টুর্নামেন্টের নামকরণ প্রক্রিয়াও উঠে এসেছে। তিনি বলেন, ‘এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টুর্নামেন্টের নামকরণ ‘জেন্ডার-ফরম্যাট-টুর্নামেন্টের নাম-বছর, শহর, দেশ’ এমন বিন্যাস অনুসরণ করে। উদাহরণ হিসাবে বলা যায়, মুলতানে অনুষ্ঠিত ম্যাচগুলোর জন্য, স্টেডিয়ামের ব্র্যান্ডিং হবে: ‘মেন’স ওডিআই এশিয়া কাপ ২০২৩ – মুলতান, পাকিস্তান।’

জার্সিতে পাকিস্তানের নাম না থাকার কারণে পাকিস্তানের মর্যাদাকে ছোট করা হয়েছে এমন সন্দেহ জেগেছিল অনেকের মাঝে। কেউ কেউ বিদ্রুপ করেছিলেন তাদের, স্বয়ং পাকিস্তানের ক্রিকেট ভক্তরাও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তবে বোর্ড কর্তার এমন বক্তব্যের পর সব সংশয় কেটে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link