ম্যাচের সেরা ফিল্ডারের খেতাব পেলেন বিরাট কোহলি। আর সেই খেতাবের প্রতীক মেডেলটাই হারিয়ে গেল ড্রেসিংরুমে। কি আজব ঘটনা!
দুবাইয়ের আলোকিত রাত। ভারতের ড্রেসিংরুমে চলছে চিরচেনা উদযাপন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পা রেখেছে রোহিত শর্মার দল, আর সেই আনন্দেই হচ্ছে ‘ফিল্ডার অব দ্য ম্যাচ’ ঘোষণার পালা। তবে সে রাতে ভারতের শিবিরে ঘটল এক ব্যতিক্রমী কাণ্ড—যেখানে বিরাট কোহলি হলেন ম্যাচ সেরা ফিল্ডার, কিন্তু মেডেলটাই উধাও!
ভিডিওটা বিসিসিআই প্রকাশ করেছিল পরদিন। তাতে দেখা যায়, ফিল্ডিং কোচ টি দিলীপ প্রথমে তিনজনের নাম ঘোষণা করলেন—অক্ষর প্যাটেল, কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর মেডেল দেওয়ার দায়িত্ব পড়ল উদেনকা নুয়ান সেনেভিরত্নের ওপর। কিন্তু সমস্যা একটাই—মেডেলই নেই!
অক্ষর, যিনি তখন হাঁটুর ওপর বরফের প্যাক রেখে বসে ছিলেন, হেসে বললেন, ‘মেডেল হি নেহি হ্যায়। কাহা হ্যায়?’ দিলীপের সন্দেহ গিয়ে পড়ল মোহাম্মদ শামির ওপর। তবে শামি নির্বিকার, তিনি মোটেও দায় নিলেন না।
এরপর শুরু হলো খোঁজাখুঁজি। পুরো দল তখন ব্যস্ত হারিয়ে যাওয়া মেডেল খুঁজতে। আর এ দৃশ্য যেন এক মজার রহস্যগল্পের প্লট! শেষমেশ, থ্রোডাউন স্পেশালিস্ট নুয়ান সেনেভিরত্নের হাতেই পাওয়া গেল মেডেল। অক্ষর হেসে উঠে বললেন, ‘মেডেল বেরিয়ে এসেছে!’
মঞ্চে উঠে কোহলি যখন মেডেল গ্রহণ করলেন, তখন তাঁর চোখে-মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। কোহলি সেরা ফিল্ডার হলেও মাঠে অবশ্য এই ফিল্ডিং দিয়েই মাঠে কোহলির মুখের হাসি কেড়ে নিয়েছিলেন গ্লেন ফিলিপস!