মাশরাফি বনাম ডি ভিলিয়ার্স – দ্য আইপিএল লোগো কন্ট্রোভার্সি!

শরীরকে বাঁকিয়ে অফ সাইডে শট খেলছেন ব্যাটার – এমনই একটি স্থিরচিত্রকে সম্পাদনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লোগো বানানো হয়েছে। কিন্তু কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক কোন ক্রিকেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই লোগো বানানো হয়েছে সেটা নিয়ে আজও মুখ খোলেনি টুর্নামেন্ট কতৃপক্ষ। তাই তো এটি নিয়ে বিতর্ক চলমান রয়েছে ক্রিকেটাঙ্গনে।

২০০৭ সালের বিশ্বকাপে মাশরাফি মর্তুজা অফ সাইডে একটি শট খেলেছিলেন, সেদিন তিনি যেভাবে শটটা খেলেছিলেন আইপিএলের লোগো হুবহু সেরকম। হাঁটুর ভাঁজ, শরীর থেকে কনুইয়ের দূরত্ব, ব্যাট থেকে মাথার দূরত্ব সব একই। এমনকি মাশরাফির বুটের পজিশনের সঙ্গেও লোগোর মিল রয়েছে।

তাই তো বাংলাদেশি ভক্ত-সমর্থকদের দাবি, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের শট থেকেই বানানো হয়েছে আইপিএলের লোগো। প্রতিবছর আইপিএল শুরু হলেই এমন দাবিতে মুখরিত হয়ে উঠে সামাজিক মাধ্যমগুলো।

তবে অন্য আরেক পক্ষের দাবি, ব্যাটিং তারকা এবি ডি ভিলিয়ার্সের শট থেকে এসেছে লোগোটি। স্বয়ং বীরেন্দর শেবাগও সেটাই মনে করেন। বছর কয়েক আগে টুইটারে তিনি লিখেছিলেন, ‘এই ব্যাপারে কোনও সন্দেহই থাকতে পারে না যে আইপিএলের লোগো এবি ডি ভিলিয়ার্সকে দেখেই তৈরি করা হয়েছে।’

কিন্তু, মিস্টার ৩৬০° এর যে শট নিয়ে এত আলোচনা সেটির সঙ্গে লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। খালি চোখে দেখলেই পার্থক্যগুলো বোঝার কথা। তাছাড়া সময়ও এক্ষেত্রে বিবেচনার বিষয়, আইপিএলের লোগো যখন তৈরি করা হয় তখনো প্রোটিয়া কিংবদন্তির শট এত বিখ্যাত হয়নি। অথচ ম্যাশ আইপিএল শুরুর আগেই খেলেছিলেন আইকনিক এই শট।

অবশ্য আইপিএলের লোগোর জন্ম নিয়ে এত মাতামাতি করাটা অযৌক্তিক বটে৷ তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কিংবদন্তি আইপিএলের আয়োজকরা চাইলে লোগোর বিস্তারিত প্রকাশ করতে পারে, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে লোগোর আড়ালে লুকিয়ে থাকা তারকার প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link