রেকর্ডের বরপুত্র কোহলি

বয়স হয়ে গেছে ৩৫ বছর। তবুও বিরাট কোহলি ছুটে চলেছেন অবিরাম। ছুঁয়ে চলেছেন একের পর এক রেকর্ড প্রতিনিয়ত।

কে ভেবেছিল সেদিনকার সেই ‘অ্যাংরি ম্যান’ কোহলি আসবেন এত দূর? ভেঙে ফেলবেন ক্রিকেট দুনিয়ার তাবৎ সব রেকর্ড। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়কত্ব দিয়ে শুরু। সে বছরেই অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে।

শুরু থেকেই পাদপ্রদীপের আলো টেনে নিয়েছিলেন নিজের উপর। অবশ্য তখনও অতটাও বোঝা যায়নি কি করতে যাচ্ছেন তিনি পরের বছরগুলোতে। পরের বছর অর্থাৎ ২০০৯ সালে পান প্রথম সেঞ্চুরি। তাঁর পরের বছর এক ধাক্কায় সেটা পরিণত হয় তিনটি সেঞ্চুরিতে। সেই শুরু, সেঞ্চুরির সংখ্যা বেড়েছে এরপর লাফিয়ে লাফিয়ে ফি বছর।

এর মাঝে খেলেছেন অসংখ্য স্মরণীয় ইনিংস। রান তাড়া করতে এতটাই পারদর্শীতা দেখিয়েছেন যে তার নামই হয়ে গেল চেজ মাস্টার। ক্যারিয়ারে  অপরাজিত থেকে সফলভাবে রান তাড়া করেছেন ৩৩ ম্যাচে, যেটা সর্বোচ্চ।

পরিসংখ্যানের বেরসিক সংখ্যা ছাড়ুন, তাঁর সেই ৪০ ওভারে ৩০০ রান তাড়া করার গল্প আপনাকে রোমাঞ্চিত করবে যে কোনও মুহূর্তেই। ২০১২ সালে ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০০ এর বেশি রান তাড়া করতে হত ৪০ ওভারের ভেতর। সেই ম্যাচে বিরাট কোহলির মারকাটারি ব্যাটিংয়ে ৩৬ ওভারেই ম্যাচ যেতে ভারত। কোহলি ম্যাচটিকে ভেবেছিলেন দুটো টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে।

কোহলির এই সৃজনশীল চিন্তা করার সক্ষমতাই তাঁকে দিনকে দিন আলাদা করেছে বাকি সবার থেকে। এরকম বহু ম্যাচে তিনি তাঁর চিন্তা দিয়ে ম্যাচ বের করেছেন, বাড়িয়েছেন সেঞ্চুরির সংখ্যা, ভেঙেছেন বহু রেকর্ড।

এরকম সৃজনশীল একটা চিন্তাই হয়তো করতে চেয়েছিলেন ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে। ইনিংস পরাজয় এড়িয়ে কোহলিকেই দারুণ কিছু করতে হতো। সেটাই তিনি করছিলেন ৭৬ রানের ইনিংসটায়। শেষ পর্যন্ত হার এড়াতে পারেন নি আউট হয়ে গিয়ে। তবে ভেঙেছেন আরও একটি রেকর্ড।

ক্য়ারিয়ারে এ নিয়ে সপ্তমবারের মতো করলেন এক বছরে ২০০০ রান যেটা করতে পারেন নি আর কোনো ক্রিকেটার। এর আগে ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ আর ২০১৯ সালে তিনি এই রেকর্ড ভাঙেন।

ক্যারিয়ারের শেষদিকে এসে সাদা বলের ক্রিকেটে আর কতটুকু খেলতে পারবেন তা নিয়ে জেগেছে সংশয়। বিশেষ করে গুঞ্জন আছে টি- টোয়েন্টি দলে তাঁকে আর বিবেচনা করা হবে না। তবে এর মাঝেও তিনি লাল বলে স-মহিমায় উজ্জ্বল। সেই ঔজ্জ্বল্য এতটাই আছে যে এখনো ক্রিকেট পন্ডিতরা আশা করছেন তিনি ভাঙবেন শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link