প্রফেসর হাফিজের কাঠগড়া

মেলবোর্নের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরেছে পাকিস্তান। আর এরপর থেকেই হারের কারণ হিসেবে আম্পায়ারিং এবং ডিআরএসের উপর অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তান। দলটির প্রধান কোচ মোহাম্মদ হাফিজের দাবি, মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে ভাল খেললেও শুধুমাত্র ডিআরএস ও আম্পায়ারিংয়ের একাধিক ভুলের কারণে হেরেছে পাকিস্তান। 

মেলবোর্নের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরেছে পাকিস্তান। আর এরপর থেকেই হারের কারণ হিসেবে আম্পায়ারিং এবং ডিআরএসের উপর অভিযোগের আঙুল তুলেছে পাকিস্তান। দলটির প্রধান কোচ মোহাম্মদ হাফিজের দাবি, মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে ভাল খেললেও শুধুমাত্র ডিআরএস ও আম্পায়ারিংয়ের একাধিক ভুলের কারণে হেরেছে পাকিস্তান। 

মূলত মোহাম্মদ রিজওয়ানের আউট নিয়েই যত প্রশ্ন হাফিজের। বল গ্লাভসে স্পর্শ না করলেও ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তি রিজওয়ানকে আউট ঘোষণা করে। আর এখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ৪০ বলের মধ্যে ১৮ রান তুলতেই রিজওয়ানসহ সর্বশেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।

রিজওয়ানের এই আউট নিয়েই ম্যাচশেষে ক্ষোভ ঝেড়ে হাফিজ বলেন, ‘দল হিসেবে আমরা কিছু ভুল করেছি। সেটা মেনে নিচ্ছি। আমরা এগুলো ঠিক করার চেষ্টা করব। কিন্তু একই সময়ে আমি মনে করি ভুলভাল আম্পায়ারিং, প্রশ্নবিদ্ধ ডিআরএস এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ফলটা অন্যরকমও হতে পারতো। আমি মনে করি, এগুলোতে আরো নজর দেওয়া উচিৎ। নাহলে তো প্রযুক্তির অভিশাপ হয়ে যাবে৷’

ডিআরএস নিয়ে হাফিজ আরো বলেন, ‘দেখুন, আমি আমি প্রযুক্তির বিপক্ষে নয়। তবে যদি কোনো প্রযুক্তি সন্দেহের উদ্রেক করে, তাহলে সেটি অগ্রহণযোগ্য। বল স্টাম্পে লাগলে সব সময়ই আউট। তাহলে সেটি আম্পায়ার্স কল কেন। এটা আমি কখনো বুঝতে পারি নি। সমর্থকেরাও বুঝবে না কোনোদিন। কিছু কিছু সময়ে এই টেকনোলজি সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। আর তাতে ম্যাচের ফলটাও বদলে যায়।’

রিজওয়ানের বিতর্কিত আউটই নয়, মেলবোর্ন টেস্টের আম্পায়ারিংকেও কাঠগড়ায় তোলেন হাফিজ। তিনি বলেন, ‘পুরো ম্যাচেই ভুলভাল আম্পায়ারিং হয়েছে। এত ভুল হলে ম্যাচের আর কিছু থাকে না। ক্রিকেটের মৌলিক ব্যাপারগুলা আমরা সবাই জানি। কিন্তু মাঝেমধ্যে এটি মনে হয় যে, বড্ড প্রযুক্তি কেন্দ্রিক হয়ে গিয়েছে ক্রিকেট। যা হচ্ছে, সেটা ক্রিকেট নয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...