ভারত সমস্যার সমাধান শাহিবজাদা ফারহান

পাওয়ার প্লে-তে ভারতের সবচেয়ে বড় অস্ত্র জাসপ্রিত বুমরাহকে আক্রমণ করার দরকার ছিল, একটা বার্তা দেওয়ার দরকার ছিল।

ভারতের বোলিংয়ের বিপক্ষে যা করা দরকার সেটাই করে দিলেন শাহিবজাদা ফারহান। পাওয়ার প্লে-তে পাকিস্তান করে ৪৫ রান। এর মধ্যে ফারহান একাই করেন ২৫ বলে ৩১ রান। পাওয়ার প্লে-তে ভারতের সবচেয়ে বড় অস্ত্র জাসপ্রিত বুমরাহকে আক্রমণ করার দরকার ছিল, একটা বার্তা দেওয়ার দরকার ছিল।

সেটা দিতে পেরেছেন শাহিবজাদা ফারহান। পাওয়ার প্লেতে বুমরাহ দুই ওভারে ২০ রান তুলে নেয় পাকিস্তান। এর মধ্যে ১৮ রানই করেন ফারহান। জাসপ্রিত বুমরাহ’র বিপক্ষে চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশি সাফল্য যে ব্যাটারটি পেয়েছেন তিনি হলেন এই ফারহান। তিনি বাটে টি-টোয়েন্টিতে আর কারোই জাসপ্রিত বুমরাহর বিপক্ষে তিন ছক্কা হাকানোর কীর্তি নেই।

পাওয়ার প্লে-র পর তিনি রানের গতি কমানই বরং বাড়িয়েছেন। মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। রানের গতি কমানোর দায়িত্ব যার সেই কুলদ্বীপ যাদবের ‍দুই রান থেকে নেন ২৩ রান। বরুণ চক্রবর্তী কিংবা অক্ষর প্যাটেল – কেউ-ই তাঁর হাত থেকে রক্ষা পাননি।

দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৭ রান করেন তিনি। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো ১৫০ স্ট্রাইক রেটের ইনিংস। পাকিস্তানকে আরও একটা দারুণ সূচনা এনে দেন। ওপেনিং জুটি থেকে পাকিস্তান করে ৮৪ রান। এর মধ্যে ফখর জামানের অবদান মাত্র ২৩ রান।

ব্যাকফুটে স্ট্রেট শট খেলতে পারেন শাহিবজাদা, যার কারণে নিয়মিত তিনি সাফল্য পাচ্ছেন তিনি ভারতের বিপক্ষে। এশিয়া কাপে তিন ম্যাচ ভারতের বিপক্ষে খেলে সবগুলোতেই সফল তিনি। দু’টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। যেটাতে পাননি, সেখানেও তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান।

Share via
Copy link