দ্য স্টার বয় ইজ ব্যাক

অফ ড্রাইভে ছক্কা! তাওহীদ হৃদয়ের ব্যাটে এই দৃশ্য রোজ রোজ দেখা যায় না। না, এটা সাধারণ কোনো দিন নয়ই।

অফ ড্রাইভে ছক্কা! তাওহীদ হৃদয়ের ব্যাটে এই দৃশ্য রোজ রোজ দেখা যায় না। না, এটা সাধারণ কোনো দিন নয়ই। তাওহীদ হৃদয়ের ব্যাট তাঁর হয়ে আবারও কথা বলা শুরু করেছে। তাই এই দিনটা অবশ্যই বিশেষ কিছু।

হাতে শটের প্রাচুর্য্য কখনওই তাঁর ছিল না, তার ওপরে সাম্প্রতিক সময়ে ফর্মটা ভাল ছিল না। তারপরও ফরচুন বরিশাল ড্রাফটের বাইরে দলে নিয়েছিল তাওহীদ হৃদয়কে। সেই ভরসার প্রতিদান হৃদয় দিলেন অনেক দেরি করে।

প্রথম কোয়ালিফায়ারে গিয়ে প্রথমবারের মত স্টার-বয় সুলভ একটা ইনিংস খেললেন। আর তাতেই ফরচুন বরিশাল চলে গেল ফাইনালে। ওস্তাদের মার শেষ রাতে। আর বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ব্যাটিংয়ের ওস্তাদ তো ওই তাওহীদ হৃদয়ই।

৫৬ বলে ৮২ রান করে অপরাজিত থাকলেন তিনি। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই তিনি মাঠ ছাড়লেন। ওপেনিংয়ে নেমেছিলেন। দেখে শুনে বুঝে খেলে শেষ অবধি টেনে নিয়ে গিয়েছেন। প্রথমে স্ট্রাইক রেটটা টি-টোয়েন্টি সুলভ ছিল না।

তবে, ধীরে ধীরে মানিয়ে নেন ক্রিজে। দলের ওপর চাপটা শেষ অবধি বাড়তে দেননি। ১৫০ – এর কাছাকাছি স্ট্রাইক রেট নিয়েই তিনি মাঠ ছাড়েন। সময় মত জ্বলে উঠতে জানেন বলেই তো তিনি অনন্য, সবার থেকে আলাদা।

হৃদয়ের এই ইনিংস আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্যও সার্বিক ভাবে ইতিবাচক। দুয়ারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে হৃদয়ের ফর্মে ফেরাটা খুবই জরুরী ছিল। বিপিএলের শেষ বেলায় এসে তিনি পায়ের নিচের মাটি খুঁজে পেয়েছেন। এই ফর্মটা মাত্র ৪০ টা দিন ধরে রাখতে পারলেই সামনে দারুণ কিছু অপেক্ষা করবে বাংলাদেশের জন্য।

Share via
Copy link