যশস্বী জয়সওলারের আরও এক শতক, আরও এক রেকর্ড। টেস্ট ক্রিকেটের মাইলফলক যেন জয়সওলারের সঙ্গে ছায়া হয়ে চলেছে। প্রথম টেস্টে নিজের জাত পারফরম্যান্স করতে পারেননি, তবে দ্বিতীয় টেস্টে সুদে আসলে পূর্ণ করে দিলেন। সাদা পোশকে সপ্তম শতকের দেখা পেলেন, পঞ্চমবারের মত দেড়শর গন্ডি অতিক্রম করলেন। শেষপর্যন্ত অপরাজিত থাকলেন ১৭৩ রানে।
প্রথম সেশনে নিজেকে সময় দিলেন জয়সওয়াল। দক্ষ সৈনিকের মতো বুঝে নিলেন নিজের কাজ। তাড়াহুড়ো নেই, কেবল লড়াইয়ের প্রবল প্রতিজ্ঞা। এরপর সময় যত গড়ালো, স্ট্রাইক রেটও বাড়ল।
স্পিনারদের বিপরীতে সংযমী ছিলেন, জোমেল ওয়ারিকান ও খারি পিয়েরের বিরুদ্ধে একটিও ছক্কা হাঁকাননি। এটাই তার কয়েকটি বিরল শতকের মধ্যে একটি যেখানে তিনি কোনো ছক্কা ছাড়াই তিন অঙ্কের কোটা পূর্ণ করেন। তবে পেসারদের বিরুদ্ধে ছিলেন ভয়ডরহীন, দেখালেন নিজের স্বাভাবিক ব্যাটিংয়ের ঝড়।
নিজের ব্যাট উঁচিয়ে জানালেন সেঞ্চুরির ছোঁয়া পেয়েছেন, আর তখনই স্পর্শ করলেন আরও এক মাইলফলক—দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা গ্রেম স্মিথের সঙ্গে ভাগ বসালেন ২৩ বছর বয়সে সাত শতক হাঁকানো ওপেনারের আসনে। এখন সামনে শুধুই কিংবদন্তিদের ছায়া—ডন ব্র্যাডম্যান, শচিন তেন্ডুলকার ও গারফিল্ড সোবার্সের মতো নাম।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জয়সওয়ালের হাত ধরে ৩১৮ রানের পাহাড় করেছে ভারত, হারিয়েছে মাত্র দুই উইকেট। ওপেনিং জুটিতে রাহুলকে নিয়ে গড়েছিলেন ৫৮ রানের জুটি, এরপর সাই সুদর্শনের সাথে ১৯৩ রানের। ৮৭ রান করে সেঞ্চুরি মিসের আক্ষেপে সুদর্শন পুড়লেও অবিচল থেকেছে জয়সওয়াল। এখন অপেক্ষা রাত পেরিয়ে ভোর হলে দ্বিশতকের পথে হাঁটার।
জয়সওয়াল প্রতিশ্রুতি দিয়েছিলেন, বড় নাম হবেন। সেই পথেই হেঁটে চলছেন তিনি। এই যাত্রা এবার যেন প্রমাণ করছে, তাঁর সময় এসেছে, এবং সে সময়টা ইতিমধ্যেই নিজের করে নিতে শুরু করেছেন।