টেস্টের সেরা পাঁচ বাঁহাতি ব্যাটার!

টেস্ট ক্রিকেটে নিজেদের সময়ে অনেকেই আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। তাই  ব্যাটিং রেটিংয়ের কথা মাথায় আসলেই মনে পড়ে—কে কখন, কোন সময়ে নিজের ব্যাটিং প্রতিভার শিখরে উঠেছিলেন—সে পরিসংখ্যানের গল্প। আজকের আয়োজনে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিয়ে সর্বকালের সেরা পাঁচ বাহাতি ক্রিকেটারের গল্পটা শোনা যাক।

টেস্ট ক্রিকেটে নিজেদের সময়ে অনেকেই আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। তাই  ব্যাটিং রেটিংয়ের কথা মাথায় আসলেই মনে পড়ে—কে কখন, কোন সময়ে নিজের ব্যাটিং প্রতিভার শিখরে উঠেছিলেন—সে পরিসংখ্যানের গল্প। আজকের আয়োজনে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিয়ে সর্বকালের সেরা পাঁচ বাহাতি ক্রিকেটারের গল্পটা শোনা যাক।

  • স্যার গ্যারি সোবার্স (রেটিং-৯৩৮, ১৯৬৭)

ওয়েস্ট ইন্ডিজের মহারথী সোবার্স কেবল ব্যাটার নন, ছিলেন একজন কার্যকর অলরাউন্ডারও। ১৯৬৬ সালে ইংল্যান্ডে ৭২২ রান ও পরে ভারতে ৩৪২ রান করেছিলেন অবিশ্বাস্য গড়ে। ব্যাটিংয়ের পাশাপাশি সেই সময়ে ৩৪ উইকেট ও ১৭ ক্যাচ নিয়েছিলেন তিনি। তার শীর্ষ রেটিং দাঁড়ায় ৯৩৮।

  • কুমার সাঙ্গাকারা (রেটিং-৯৩৮, ২০০৭)

শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটার উইকেটকিপিং ছেড়ে দেওয়ার পর ব্যাট হাতে যেন অন্য রূপে দেখা দিয়েছিলেন। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক ইনিংস খেলেই তিনি পৌঁছে যান ৯৩৮ রেটিংয়ে। সেই বছরই তার ব্যাটিং গড় ছিল ১৩৮, যা তাকে নিয়ে যায় ইতিহাসের সেরাদের কাতারে।

  • ম্যাথু হেইডেন (রেটিং-৯৩৫, ২০০২)

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার হেইডেনের সেরা রেটিং এসেছিল ২০০২ সালের অ্যাশেজ সিরিজে। ভারতের মাটিতে দুর্দান্ত সাফল্যের পর তিনি ইংল্যান্ডের বিপক্ষে ব্রিসবেন টেস্টে করেন ১৯৭ ও ১০৩, যা তাকে নিয়ে যায় ৯৩৫ রেটিংয়ে।

  • গ্রায়েম পোলক (রেটিং-৯২৭, ১৯৭০)

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি গ্রায়েম পোলককে বলা হয় ব্র্যাডম্যান-পরবর্তী সেরা প্রতিভাদের একজন। তার গড় ছিল ৬০-এর ওপরে। তবে ক্যারিয়ার থেমে যায় মাত্র ২৩ বছর বয়সে। ক্যারিয়ার শেষ হওয়ার ঠিক আগেই তার রেটিং পৌঁছেছিল ৯২৭-এ।

  • গৌতম গম্ভীর (রেটিং-৮৮৬, ২০০৯)

ভারতের ওপেনার গম্ভীর ২০০৮ থেকে ২০০৯ সালে ক্যারিয়ারের সেরা সময় কাটান। টানা ১১ টেস্টে অন্তত একটি করে অর্ধশতক করে তিনি ছুঁয়েছিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড। সেই ধারাবাহিকতাতেই তার রেটিং দাঁড়ায় ৮৮৬।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link