দ্য টোয়েন্টি ওয়ান ইয়ার্স চ্যালেঞ্জ

২১ বছর আগে বাংলাদেশ যেমন জানত, কি যন্ত্রণা অপেক্ষা করছে পঞ্চম দিনে। এবার তেমন পাকিস্তানও জানত না, পঞ্চম দিনে কি রহস্য নিয়ে অপেক্ষায় আছে বাংলাদেশ দল। প্রথমবারের মত কোনো দল পাকিস্তানকে তাঁদেরই মাটিতে ১০ উইকেটে টেস্ট হারিয়ে দিল। যাক, এবার অন্তত যন্ত্রণাটা ফিরিয়ে দেওয়া গেল। 

বিজয় দুয়ারে ছিল সেদিনও। সেটা ২০০৩ সাল। আজ থেকে ২১ বছর আগের কথা। মুলতান টেস্ট। বাংলাদেশ পেয়ে যেতে পারত নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়। আসেনি, ইনজামাম উল হকের এক মাস্টার ক্লাসে সেদিন জয়ের দুয়ার থেকে ফিরতে হয়। খালেদ মাহমুদ সুজনের অশ্রুসজল চোখে সেদিন ভেসেছিল পুরো বাংলাদেশ।

পাকিস্তানের সামনে ছিল ২৬১ রানের লক্ষ্য। চতুর্থ দিন শেষে ব্যাট করতে নেমে ২০৫ রানে ৮ উইকেট হারিয়েছিল পাকিস্তান। নিশ্চিত জয়ের স্বপ্ন নিয়ে গোটা বাংলাদেশ রাতের ঘুম দেয়। কে জানত, পরদিন সকালে বিভীষিকাময় একজন ইনজামাম অপেক্ষা করছেন ব্যাট হাতে।

প্রথম টেস্ট জয়ের সুবাস তিনি বাতাসে মিলিয়ে দেন অসামান্য দৃঢ়তায়। ১৩৮ রানের অপরাজিত এক ইনিংস। নবম উইকেট জুটিতে উমর গুলকে সাথে নিয়ে যোগ করেন গুরুত্বপূর্ণ ৫২ রান। আর এই জুটির আফসোস বাংলাদেশ বয়ে বেরিয়েছে গেল ২১ টি বছর। এক উইকেটের হারের যন্ত্রণা টেস্ট ক্রিকেটের নবীনতম দলের বুকে শেল হয়ে বিধে ছিল এতটা কাল।

সেই শঙ্কা ছিল এবারও। রাওয়ালপিন্ডিতে ইনজামাম হয়ে উঠতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। হাফ-সেঞ্চুরি করে ফেলেছিলেন, টেল এন্ডারদের নিয়ে লড়াইয়ের মঞ্চটা প্রস্তুত করছিলেন ধীরে ধীরে। ঠিক তখনই মেহেদী হাসান মিরাজের এক মরণ কামড়। পাকিস্তানের কফিনের বুকে শেষ পেড়েক।

এর বাকিটা সময় স্রেফ আনুষ্ঠানিকতা। পাকিস্তান দল শেষ অবধি লিড নিতে পারে মোটে ২৯ রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে একবারও বুক কাঁপেনি বাংলাদেশ দলের। এ যে নতুন এক বাংলাদেশ। ২১ বছর ধরে এই দলটাই নিজেদের গড়ে তুলেছে তিল তিল করে। আর সেই গড়ে তোলার পূর্ণতা মিলল এবার।

২১ বছর ধরে ভিজে থাকা চোখ মুছে ফেলার অবকাশ পাওয়া গেল অবশেষে। মুলতানের সেই কান্নাই আজ শক্তি হয়ে পাখা মেলেছে রাওয়ালপিন্ডির বাতাসে। না, এবার আর আবেগে ভেসে যাওয়া নয়। আবেগ দিয়ে নয়,  তীরে এসে তরী ডোবার করুণাতে নয়, ম্যাচ ক্লোজ করে হৃদয় জিতে নয়, এই বাংলাদেশ নিজেদের শক্তিমত্তা দিয়ে ম্যাচ জিততে জানে।

২১ বছর আগে বাংলাদেশ যেমন জানত না, কি যন্ত্রণা অপেক্ষা করছে পঞ্চম দিনে। এবার তেমন পাকিস্তানেরও জানা ছিল না, পঞ্চম দিনে কি রহস্য নিয়ে অপেক্ষায় আছে বাংলাদেশ দল। প্রথমবারের মত কোনো দল পাকিস্তানকে তাঁদেরই মাটিতে ১০ উইকেটে টেস্ট হারিয়ে দিল। যাক, এবার অন্তত যন্ত্রণাটা ফিরিয়ে দেওয়া গেল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link