বুড়িয়ে যাওয়া সাকিব আল হাসান চাইলে এখনও ব্যাটে-বলে চাইলেই বনে যেতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাইনর লিগ ক্রিকেটে তিনি অন্তত জানান দিলেন, অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং নয়। ব্যাটে খেললেন ধুন্ধুমার ইনিংস। এরপর বল হাতে দেখালেন চিরায়ত সাকিবসুলভ মুন্সিয়ানা। তাতে করে তার দল আটলান্টা ফায়ার জিতেছে বিশাল ব্যবধানে।
এদিন আটলান্টার হয়ে বাইশ গজে আসেন সাকিব ছয় নম্বর ব্যাটার হিসেবে। উইকেটে থিতু হতে খানিকটা সময় নিয়েছিলেন বটে। নিজের খেলা প্রথম ১০ বলে ৮ রান নেওয়া সাকিব, ইনিংস শেষ করেছেন ১৬ বলে ৩০ রান করে। অর্থাৎ পরবর্তী ৬ বলে সাকিবের ব্যাট চলেছে তিনশো ছাড়ানো স্ট্রাইকরেটে।
বোলারের মাথার উপর দিয়ে একটি সুবিশাল ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। এছাড়া আরও একটি ছয় ও তিন চারে সাকিব নিজের ইনিংসটি সাজিয়েছিলেন। ১৮৭.৫০ স্ট্রাইকরেটের ইনিংসটির কল্যাণে আটালান্টা পেয়ে যায় ১৭৫ রানের বিশাল সংগ্রহ। এবার দলকে জেতানোর দায়িত্বটা নিজ হাতেই নিতে চাইলেন সাকিব আল হাসান।
তাইতো বোলিং ইনিংসে একেবারে প্রথম ওভারটাই করতে চাইলেন বর্ষীয়ান এই ক্রিকেটার। আর তাতেই করেন বাজিমাত। একেবারে ইনিংসের প্রথম বলে সাকিব তুলে নেন বালতিমোর রয়্যালসের প্রথম উইকেট। এরপর তিনি ক্রমশ সৃষ্টি করতে থাকেন নিজস্ব ঘূর্ণিজাদুর মায়াজাল। মোটে ১৯টি বল করেছেন সাকিব। এই ১৯ বলের ১৪টি বলই ছিল ডট।
ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার পাশাপাশি আরও দুইটি উইকেট শিকার করেন তিনি বালতিমোর রয়্যালসের। রান খরচা করেন মাত্র ছয়টি। ব্যাটে-বলে সমানতালে পারফরম করা সাকিবের দেখা মিলল বহুদিন বাদে। বিতর্কিত নানা কাণ্ডে বরাবরই আলোচনার শীর্ষে ছিলেন সাকিব। তবে বিতর্ককে পাশ কাটিয়ে বারংবার তিনি নিজের পারফরমেন্সেও হয়েছেন হেডলাইন। বয়স বেড়েছে, তবুও সাকিব বদলাননি।