গোলরক্ষকের গায়ে দশ নম্বর জার্সি

মেসি কিংবা ম্যারাডোনার ১০ নম্বর জার্সির মাহাত্ম্য ঠিক কতটা? উত্তর খুঁজতে বেশি দূর যাওয়ার দরকার নেই, তাঁদের খেলা দেখলেই হবে। ১০ নম্বর মানেই যেন দলের প্রাণভোমরা, সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু। তবে গোলকিপার ১০ নম্বর জার্সি পরে খেলছে, এমনটা ইতিহাসে এক বিরল ঘটনা।

মেসি কিংবা ম্যারাডোনার ১০ নম্বর জার্সির মাহাত্ম্য ঠিক কতটা? উত্তর খুঁজতে বেশি দূর যাওয়ার দরকার নেই, তাঁদের খেলা দেখলেই হবে। ১০ নম্বর মানেই যেন দলের প্রাণভোমরা, সৃষ্টিশীলতার কেন্দ্রবিন্দু। তবে গোলকিপার ১০ নম্বর জার্সি পরে খেলছে, এমনটা ইতিহাসে এক বিরল ঘটনা।

ফুটবল মাঠে ১০ নম্বর গায়ে তুলতে হলে হতে হয় মাঠের পারফরম্যান্সে, চরিত্রে কিংবা নেতৃত্বে দলের সেরা। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি, আর্জেন্টিনার ফুটবল জন্ম দিয়েছে  ইতিহাসে এই দুই মহাতারকার । ১০ নম্বর জার্সি গায়ে ফুটবল মঞ্চে তারা দাপিয়ে বেড়িয়েছেন, দুই জোড়া পায়ে করেছেন বিশ্বজয়। তাই ১০ নম্বর মানেই তো কিংবদন্তির জার্সি, মর্যাদার জার্সি।

তবে ম্যারাডোনার বিদায়ের পর এবং মেসির আগমনের আগে অনেকেই এই গৌরবময় জার্সি গায়ে তুলেছেন। হুয়ান রোমান রিকুয়েলমে, আরিয়েল ওর্তেগা, পাবলো আইমার, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া—এরা সবাই নিজেদের সেরা সময়ে ছিলেন দলের গুরুত্বপূর্ণ মুখ। তাই ১০ নম্বর জার্সি গায়ে তোলাটা এক অর্থে স্বাভাবিক ছিল তাদের জন্য।

তবে, এই তালিকায় একেবারে ব্যতিক্রম হিসেবে জায়গা করে নিয়েছেন এক নাচো গঞ্জালেস। কারণ তিনি ছিলেন গোলকিপার। শুনতে অবিশ্বাস্য লাগলেও, আর্জেন্টিনা জাতীয় দলের গোলপোস্ট সামলানো এই খেলোয়াড়ই একসময় পরেছিলেন ১০ নম্বর জার্সি!

১৯৯৭ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন নাচো গঞ্জালেস। জাতীয় দলের হয়ে তাঁর ম্যাচ সংখ্যা মাত্র চারটি। তবে সেসব পরিসংখ্যান ছাপিয়ে গেছে একটাই দৃশ্য—গোলরক্ষকের গায়ে ১০ নম্বর জার্সি! ফুটবল ইতিহাসে এমন নজির আর কোথাও পাওয়া যায় না।

তখনকার সময়ে জার্সি নম্বর বাছাইয়ে আজকের মতো কড়াকড়ি ছিল না। তাই কোচের সিদ্ধান্তেই নাচো গঞ্জালেসকে দেওয়া হয় ১০ নম্বর জার্সি। সম্ভবত এটি ছিল কাকতালীয় কিংবা নিছক এক ভুল। কিন্তু এই ভুলই তাঁকে করে তুলেছে ব্যতিক্রম।

একজন গোলকিপার হয়েও যে ইতিহাসে ১০ নম্বর জার্সি পরার বিরল কীর্তি গড়েছেন, সে জায়গা থেকে নাচো গঞ্জালেস আজও ফুটবল আলোচনায় জায়গা করে নেন মাঝেমধ্যে। আর্জেন্টিনার মতো ফুটবল ঐতিহ্যবাহী দলে এমন ঘটনা নি:সন্দেহে রয়ে যাবে ফুটবল ইতিহাসের এক মজার অধ্যায় হিসেবে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link