২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের ডাগ আউটে কোচ হিসেবে দেখা যাবে দিদিয়ের দেশ্যমকে। আগের চুক্তি অনুযায়ী ২০২৪ ইউরো পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকার কথা ছিল ৫৪ বছর বয়সী এ কোচের। তবে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছেন দেশ্যম।
সব কিছু ঠিক থাকলে ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফরাসি কোচ ২০২৬ বিশ্বকাপেও এমবাপ্পেদের কোচ হয়ে থাকবেন। তবে নিজের চুক্তি নবায়নের দিনে এবারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিস্ফোরক এক তথ্যই জানিয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শিরোপা খুইয়ে ছিল দিদিয়ের দেশ্যমের ফ্রান্স। তবে তাঁর কথা মত, সেই ম্যাচে শুরুর লাইন আপে নাকি ৫ জন খেলোয়াড় ফাইনাল খেলার জন্য প্রস্তুতই ছিলেন না।
এ নিয়ে তিনি বলেন, ‘এবারের ফাইনালে আমাদের সমস্যাটা একজন খেলোয়াড়কে নিয়ে নয়, শুরুর লাইন আপে এমন ৫ জন খেলোয়াড় ছিল যারা খেলার মত অবস্থাই ছিল না। এর পেছনে অনেক কারণ রয়েছে। ফাইনালের মত ম্যাচে আর যাই হোক, এমন সব সমস্যা নিয়ে খেলা যায় না।’
দিদিয়ের দেশ্যম অবশ্য সংবাদ মাধ্যমের সামনে সেই ৫ ফুটবলার এর নাম বলেননি। তবে ফাইনাল ম্যাচের দৃশ্যপটে নজর দিলে দেখা যায়, তিনি প্রথমার্ধেই অলিভার জিরুড আর উসমান দেম্বেলেকে মাঠ থেকে নামিয়ে দিয়েছিলেন।
পুরো টুর্নামেন্টে ফ্রান্সের আক্রমণভাগে দারুণ ছন্দ দেখিয়েছিলেন এ দুজন। কিন্তু দেশ্যমের হঠাৎ ঐ সিদ্ধান্ত অনেককে অবাক করে দিয়েছিল। তাছাড়া পুরো টুর্নামেন্টে মধ্যভাগের প্রাণ হয়ে থাকা আঁতোয়ান গ্রিজম্যানকেও তিনি বেশি সময় খেলাননি। প্রথমার্ধের কিছুক্ষণ বাদেই তাঁকে মাঠ থেকে নামিয়ে নেন।
দিদিয়ের দেশ্যম কি তবে এই তিন জনকেই ইঙ্গিত করেছেন? এ বিষয়ে অবশ্য আর খোলাসা করে কিছু বলেননি তিনি। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কঠিন কোনো কথা বলতে চাচ্ছি না। আর্জেন্টিনা ম্যাচের প্রথম ৭০ মিনিট প্রভাব খাটিয়েছিল। তাই আমাদের ভিন্ন কিছু করতেই হত। আমরা সেটাই করেছি শুধু।’
দেশ্যম অবশ্য গ্রিজম্যানকে মাঠ থেকে উঠিয়ে নিয়ে কিংসলে কোম্যানকে নামানোয় ভালই সুফল পেয়েছিলেন। কোম্যান নামার পরেই ম্যাচের চিত্র বদলে যেতে শুরু করে। তাঁর বাড়ানো লম্বা পাসই ফ্রান্সকে সমতায় আনার রসদ জুগিয়েছিল। তবে দিন শেষে শিরোপা আর জেতা হয়নি।
পেনাল্টি শ্যুটআউটে ঐ কোম্যানের শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে যাওয়ার কাজটা করেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিছুক্ষণ বাদে বিশ্বকাপটাও নিজেদের করে নেয় লিওনেল মেসিরা। আর ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ শেষ করে রানার্সআপ হিসেবে।
২০১২ সালে দুই বছরের চুক্তিতে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দিদিয়ের দেশ্যম। তবে সেই দুই বছর চুক্তি এখন সময় গড়িয়ে প্রায় এক যুগের পথে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত হিসাব করলে সেটা ১৪ বছরে গিয়ে ঠেকবে। দেশ্যম অবশ্য এই এক যুগে দুর্দান্ত রকমের সফল ছিলেন।
২০১৬ সালের ইউরোতে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন। এরপর ২০১৮ তে বিশ্বকাপ জয়। তাতে নিজে একটা কীর্তিও গড়েছিলেন। ফ্রান্সের অধিনায়ক ও কোচ হিসেবে পৃথক দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছিলেন দেশ্যম।