পক্ষপাতে ঠাসা ভারতের বিশ্বকাপ স্কোয়াড

উঁকি দিলেই যেন দেখা মিলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর মধ্যেই সকল দল তাদের বিশ্বকাপ দল ঘোষণা করা শুরু করেছে। পিছিয়ে নেই ভারতও। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত তাদের ১৫ সদস্যের দল ঘোষনা করেছেন। সাথে রয়েছেন ৪ জন অতিরিক্ত খেলোয়াড়।

তবে ১৯ জনের সে তালিকায় জায়গা হয়নি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে থাকা রুতুরাজ গাইকড়ের। যার ফলে বেশ চটেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

শ্রীকান্তের মতে কোনো সন্দেহ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে রুতুরাজের জায়গা পাওয়া উচিত। তিনি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে রুতুরাজের সুযোগ পাওয়া উচিত। সে মাত্র ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৪০ স্ট্রাইকরেটে সে ৫০০ রান করেছে। সাথে আছে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে সেঞ্চুরিও।’

স্ট্যান্ডবাই-তে থাকা শুভমান গিলের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি মনে করেন গিল ফর্মে না থেকেও নির্বাচক কমিটির পক্ষপাতিত্বের জন্য দলে জায়গা পান। তিনি বলেন, ‘শুভমান গিল পুরোপুরি ফর্মের বাইরে। কিন্তু কেন তিনি নির্বাচিত হবেন? শুভমান গিল নির্বাচকদের আহ্লাদ। সে ব্যর্থ হলেও সে সুযোগ পায়।’

এবারের আইপিএলে ৩২০ রান করা গিল আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের সেরা দশেরও বাহিরে। অথচ দুর্দান্ত ফর্মে আছেন গাইকড়। ১০ ইনিংসে ৬৩.৬২ গড় ও ১৪৬ স্ট্রাইক রেটে ৫০৭ রান করে সবার উপরে আছেন তিনি। অপরদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও গাইকডের থেকে পিছিয়ে রয়েছেন শুভমান। মাত্র ২৫ গড়ে গিলের রান ৩৩৫।

গাইকড় ৩৫ গড়ে রান তুলেছেন। তবুও বিশ্বকাপ স্কোয়াডের ধারেকাছেও নেই। অথচ ছন্দে না থাকা গিল আছেন স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে। রিঙ্কু সিং-কে মূল দলে অন্তর্ভুক্ত না করাতেও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। আন্তর্জাতিক টি-২০ তে সেরা ফর্মে আছেন রিঙ্কু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৯ গড় ও ১৭৬ স্ট্রাইক রেট তারই প্রমান দেয়। তবুও মূল দলে জায়গা হয়নি রিঙ্কুর।

এসবই ভারতীয় নির্বাচক কমিটির পক্ষপাতিত্বের ফল বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীকান্ত। এই স্কোয়াড নির্বাচনকে ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link