মিরাজের উদারতায় টাইমড আউট থেকে ক্যাচ আউট

প্লট টুইস্টে খলনায়ক থেকে নায়কের আসনে বসে গেলেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেন নাটকের মঞ্চ। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচেই তো ঘটেছে কত কাণ্ড। টাইমড আউট হয়েও ফিরে এসেছেন টম ও’কনেল। কিন্তু বড্ড বেশি অভাগা তিনি। বেশিক্ষণ স্থায়ী হয়নি তার দ্বিতীয় জীবন।

খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। সতীর্থদের বিপরীতে গিয়েও মিরাজ ফিরিয়ে এনেছেন অস্ট্রেলিয়ান টমকে।

ঘটনাটা সপ্তম ওভারের। হায়দার আলি আউট হওয়ার পর বাইশ গজে আসতে দেরি করেন টম। সেই সময় সতীর্থদের আবেদনের প্রেক্ষিতে টাইমড আউটের পন্থা বেছে নেন মিরাজ। কিন্তু তিনি হয়ত উপলব্ধি করেছেন, টম ও’কনেল থেকে গেলেও তেমন কোন ক্ষতি নেই।

কেননা ততক্ষণে যে চট্টগ্রাম হারিয়ে ফেলেছে পাঁচটি উইকেট। তাদের সংগ্রহ মোটে ৫৬ রান। খুলনার ছুড়ে দেওয়া ২০৪ রানের টার্গেট থেকে তখন ছিটকে গেছে চট্টগ্রাম। সেই উপলব্ধি থেকেই মিরাজ আবার আম্পায়ারের সাথে আলাপ করলেন দীর্ঘক্ষণ।

আম্পায়ার তানভির আহমেদ হয়ত মিরাজকে নিয়মের মারপ্যাঁচ বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু অবশেষে মিরাজ সফল হলেন ব্যাটারকে ফিরিয়ে আনতে, ব্যাট করার সুযোগ পেলেন টম। সেই সুযোগ পেয়ে খুব একটা লাভ অবশ্য হয়নি অজি ব্যাটারের। নিজের খেলা প্রথম বলেই আউট হয়েছেন তিনি। তাও আবার মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে।

এ যেন রীতিমত এক নাটক মঞ্চস্থ হল। প্লট টুইস্টে খলনায়ক থেকে নায়কের আসনে বসে গেলেন মেহেদী হাসান মিরাজ। বিপিএলে রান বন্যা বিনোদন দিচ্ছে বটে। কিন্তু খেলার বাইরেও এমন সব ঘটনা আলোচনার খোরাক যোগাচ্ছে।

Share via
Copy link