শিরোপার দাবিদার রংপুর রাইডার্স!

তারকাদের ঘাঁটি, রংপুর রাইডার্সের নাম সামনে আসলেই সর্বপ্রথম এই কথাটাই হয়তো সবার মনে আসবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই এই ধারাবাহিকতা ধরে রাখে তারা, এবারও তার ব্যত্যয় ঘটেনি। বরাবরের মতোই এবারও শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপা উদ্ধারে নামবে রংপুর।

নিলাম থেকে ৪ কোটি ১৬ লাখ খরচ করে ১২ জন খেলোয়াড়কে দলে টেনেছিল রংপুর। এর আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল চারজনকে। আর সর্বশেষ সংযোজন আরও ছয় তারকা। যেখানে আছে ডেভিড মালান, কাইল মায়ার্স, ফাহিম আশরাফদের মতো নামজাদা তারকা। যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এক নিমিষেই।

দেশীয় ক্যাটাগরিতে আছে বড় সব নাম। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, আলিস আল ইসলামদের মতো পরীক্ষিত সব নাম তো আছেই। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ তারকাও আছে তাদের ডেরায়।

ব্যাটিংয়ে যেমন মালান, মায়ার্সদের মতো তাণ্ডব চালানো ব্যাটার রয়েছে, তেমনই লিটন দাস, ইফতিখার আহমেদ, হৃদয়দের মতো নাম রয়েছে বিপদে হাল ধরার জন্য। ফিনিশিং রোলে রিয়াদ, সোহান, ফাহিমরা জ্বলে উঠলেই যে প্রতিপক্ষের সব আশা শেষ হয়ে যাবে।

বোলিং ডিপার্টমেন্ট তো আরও বেশি ভয়ংকর। পেস ইউনিটের নেতৃত্ব দেবেন মুস্তাফিজ। তাঁকে সঙ্গ দেবেন নাহিদ রানা, আকিভ, ফাহিম, মায়ার্সরা। মৃত্যুঞ্জয় চৌধুরিও হতে পারেন বাজির ঘোড়া। স্পিনে আলিসের রহস্য আর রাকিবুলের নিয়ন্ত্রিত বোলিং ব্যাটারদের জন্য তৈরি করবে মরণফাঁদ। সেই সঙ্গে স্কোয়াডে আরও আছেন বেশ কিছু কার্যকর খেলোয়াড়।

রংপুর রাইডার্সের নেতৃত্বে বরাবরের মতোই থাকবেন সোহান। তবে একাদশ সাজাতে মধুর সমস্যায় পড়তে হবে তাদের। কারা থাকবেন, কাদের বাদ দেবে ম্যানেজমেন্ট—তা নিয়ে বেশ বিপাকেই পড়তে হতে পারে।

খেলা ৭১-এর দৃষ্টিতে সম্ভাব্য একাদশ হতে পারেঃ ডেভিড মালান, খাজা নাফে,  লিটন দাস, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

এমন তারকায় ঠাসা দল যে বিপিএলের আসরে ফেবারিট, তা আর বলার অপেক্ষা রাখে না। নামের বিচারে রংপুরকে ঠেকাতে বেশ বেগ পোহাতে হবে প্রতিপক্ষকে। তবে মাঠের খেলায়ই শেষ কথা, সেখানেও নিশ্চয় রংপুর কাউকে ছেড়ে কথা বলবে না।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link