দুই বছরের জন্য টাইটেল স্পন্সর আলেশা হোল্ডিংস

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ দলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত টাইটেল স্পন্সর হিসাবে দেখা যাবে আলেশা হোল্ডিংস লিমিটেডকে। আর পাওয়ার্ড স্পনসর হিসাবে থাকবে ওয়ালটন।

টিম স্পনসর, কিট স্পনসর এবং সম্প্রচার স্বত্ব বিক্রির পর আগামী দুই বছরের ঘরের মাঠের সিরিজ গুলোর জন্য স্পনসর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং স্বত্ব বিক্রির জন্য ২৬ কোটি টাকা ফ্রোর প্রাইজ নির্ধারণ করে দরপত্র আহ্বান করে বিসিবি। এরপর সর্বোচ্চ ৩২ কোটি ৫৫ লাখ টাকায় ঘরের মাঠের সিরিজের স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি।

আজ (২২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে টাইটেল স্পনসরের নাম ঘোষণা করে বিসিবি। এই সময় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সাথে উপস্থিত ছিলেন আলেশা হোল্ডিং লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং এন্ড কমিউনিকেশ নাহিদ জামান এবং ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।

নাম ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদে হোম সিরিজের স্বত্ব বিক্রির জন্য দরপত্র দিয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে বেশি আমরা পাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলিশা হোল্ডিংস এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছে। ক্রিকেটের উন্নয়নে বরাবরই ওয়ালটন পাশে ছিল। এবার আলিশা হোল্ডিংসকে আমরা পাশে পেয়েছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পনসর থাকবে আলেশা হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান ই-কমার্স সাইট আলেশা মার্ট। এবং আগামী দুই বছর বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর হিসেবে পর্যায়ক্রমে দেখা যাবে আলেশা হোল্ডিংসের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান গুলোকে। এই দুই বছরে বাংলাদেশ ঘরের মাঠে ৭ টি টেস্টের সাথে ১৮ টি ওয়ানডে এবং ১৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলিশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বেলা আড়াইটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link