পাকিস্তানের সিলেবাসের বাইরে ছিলেন ল্যাথাম

সারারাত পড়লেন পাটিগণিত। সকালে পরীক্ষায় আসল বীজগণিত। কেমন হবে পরীক্ষা? পাকিস্তানের অবস্থাটাও হয়েছেও তাই। কয়েকদিন ধরে তাঁরা কেন উইলিয়ামসন কিংবা ড্যারিল মিশেলকে আটকানোর পড়া পড়েছে। কিন্তু, সবচেয়ে বেশি প্রশ্ন আসল টম ল্যাথাম অধ্যায় থেকে।

সারারাত পড়লেন পাটিগণিত। সকালে পরীক্ষায় আসল বীজগণিত। কেমন হবে পরীক্ষা? পাকিস্তানের অবস্থাটাও হয়েছেও তাই। কয়েকদিন ধরে তাঁরা কেন উইলিয়ামসন কিংবা ড্যারিল মিশেলকে আটকানোর পড়া পড়েছে। কিন্তু, সবচেয়ে বেশি প্রশ্ন আসল টম ল্যাথাম অধ্যায় থেকে।

এই অধ্যায়টা এতই অগুরুত্বপূর্ণ যে, এখান থেকে যে একগাদা প্রশ্ন হবে – তা পাকিস্তানের ভাবনারও বাইরে ছিল। আর পাকিস্তান তো এখন আর ক্লাসের টপারও নয় যে তাঁরা সব মুখস্ত করে এসেছে পরীক্ষার হলে।

আর মুখস্ত করলেও লাভ হত না। টম ল্যাথাম যেভাবে ব্যাট করেছেন,  তাতে মুখস্ত বিদ্যা কাজে লাগার কথাও নয়। তিনি সৃজনশীল ঘরানার ব্যাটিং করেছেন। তাঁকে আটকাতে পাকিস্তানকেও সৃজনশীর কিছু করার দরকার ছিল। সেটা আর পাকিস্তান পারল কোথায়।

আর টম ল্যাথাম তো রানই পাচ্ছিলেন না। তাঁকে নিয়ে পাকিস্তান ভাববেই বা কেন। কিন্তু, করাচিতে ল্যাথাম অন্য মানব। ত্রিদেশিয় সিরিজের ফাইনালে হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই ফর্মটা এবার আরও বাড়িয়ে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে।

পরীক্ষার মাঠে বসে পাকিস্তানের শুরুটা দারুণ ছিল। পড়ে আসা পড়া থেকে যা যা এসেছে, সব কিছুর উত্তর দিয়ে গেছেন পাকিস্তানের বোলাররা। কেন উইলিয়ামসন বা ড্যারিল মিশেলদের দাঁড়াতেই দেওয়া হয়নি। কিন্তু, ওই যে চতুর্থ উইকেটে একটা জুটি হল – ব্যস পাকিস্তানের পথ হারানোর সূচনা হল।

১১৮ রানের জুটি গড়লেন টম ল্যাথাম আর উইল ইয়ং। ইয়ং নিউজিল্যান্ডের ইনিংস ‘ইয়ং’ থাকতেই ফিরলেন। রড ল্যাথামের সুযোগ্য পূত্র টম ল্যাথাম ফিরলেন, তাঁর জন্য করাচির গোধূলী লগ্ন তখন স্টিল ইয়ং। ওয়ানডে ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি পেলেন। পরীক্ষার হলে ডাব্বা মারল পাকিস্তান। নিউজিল্যান্ড দল যথারীতি চলে গেল রানের পাহাড়ে। বোর্ডে জমা হল ৩২০ রান। ইনিংসের শেষেও অপরাজিত থেকে ১০৪ বলে ১১৮ রান করেন ল্যাথাম।

গার্ড বেশ কড়া – এই অজুহাতে হল ভাঙচুর করে পরীক্ষা বাতিলের সুযোগও নেই পাকিস্তানের। নিজেদের স্কুলেই তো পরীক্ষা পাকিস্তানের। বিচার দেওয়ার লোক নেই পাকিস্তান দলের।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link