একটা অভিযোগ প্রায়শই হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেই অর্থে রান হয় না। ব্যাটারদের চার-ছক্কার মারে আনন্দ ছড়ায় না। অথচ বিপিএলে ২০০ ছাড়ানো জুটি আছে দুইটি। ১৯০ এর ঘরে রয়েছে আরও দুইটি জুটি। আর খানিকটা গর্বের বিষয়, এই তালিকার শীর্ষস্থান দখলে রেখেছেন বাংলাদেশি দুই ব্যাটার। বিপিএলে সর্বোচ্চ রানের পার্টনারশীপ নিয়েই খেলা ৭১-এর আজকের আয়োজন।
- অ্যালেক্স হেলস-সাইফ হাসান (২০২৫)
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে, ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে সঙ্গী করে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেট জুটিতে রংপুর রাইডার্সের হয়ে এই দুই ব্যাটার ১৮৬ রান স্কোরবর্ডে জমা করেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বেশ অবলীলায় সেই ম্যাচটি জিতেছিল রংপুর রাইডার্স।

অ্যালেক্স হেলস সেঞ্চুরি করতে পারলেও, সাইফ আউট হয়েছিলেন ৮০ রানে। শেষ অবধি ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থেকে জয় ছিনিয়ে আনেন অ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেটে এটি বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
- সাকিব আল হাসান- ইফতেখার আহমেদ (২০২৩)
বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান থাকবে না বিপিএলের কোন এক রেকর্ডে, এমনটা ভাবা প্রায় অসম্ভব। ফরচুন বরিশালের জার্সিতে সাকিব অনবদ্য এক ইনিংস খেলেছিলেন, সঙ্গী ছিলেন পাকিস্তানের ইফতেখার আহমেদ। পঞ্চম উইকেটে তাদের মধ্যকার অপরাজিত ১৯২ রানের জুটি বিপিএলের চতুর্থ সর্বোচ্চ, কিন্তু ওই উইকেটের সর্বোচ্চ রানের পার্টনারশীপ।

সেদিন রংপুর রাইডার্সের বিপক্ষে ২৩৪ রান স্কোরবর্ডে তুলেছিল বরিশাল, ৪৬ রানের চার উইকেট হারানোর পরও। ইফতেখার আহমেদ কাটায় কাটায় ১০০ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে সাকিব ৪৩ বলে ৮৯ রান করে টিকে ছিলেন শেষ পর্যন্ত। আরেকটু আগ্রাসী হলে সম্ভবত সাকিবও পেয়ে যেতে পারতেন শতকের দেখা।
- শাহরিয়ার নাফিস-লু ভিনসেন্ট (২০১৩)
একেবারে শুরুর দিকের বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন শাহরিয়ার নাফিস ও নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট। ২০১৩ সালে গড়া সেই রেকর্ড বেশ লম্বা সময় ধরেই ছিল অক্ষত। খুলনা রয়্যাল বেঙ্গলসের জার্সিতে তারা দুইজনে মিলে ১৯৭ রানের অপরাজিত জুটি গড়েছিলেন।

সেই জুটিতে ৬৯ বলে ১০২ রান নিয়ে অপরাজিত ছিলেন শাহরিয়ার নাফিস। অন্যদিকে ৫১ বলে ৮৯ রানে নট আউট ছিলেন লু ভিনসেন্ট। ১৯৮ রানের বিশাল টার্গেটের সামনে সেদিন দুরন্ত রাজশাহী অলআউট হয়েছিল মাত্র ১২৯ রানে।
- ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম (২০১৭)
বাংলাদেশী খেলোয়াড় ছাড়া সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। তাদের হাত ধরেই প্রথমবার ২০০ রানের পার্টনারশীপ দেখেছিল বিপিএল। ২০১ রানের অপরাজেয় জুটির অধিকাংশ রানই এসেছিল ক্যারিবিয়ান গেইলের ব্যাট থেকে।

ঢাকা ডায়নামাইটেসের বিপক্ষে ৬৯ বলে ১৪৬ রানে নট আউট ছিলেন ক্রিস গেইল। ব্রেন্ডন ম্যাককালাম বেশ ধীরলয়ে ৪৩ বলে ৫১ রান নিয়ে সঙ্গ দিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় উইকেটে সেটিই এখন অবধি সর্বোচ্চ রানের জুটি।
- লিটন দাস- তানজিদ হাসান তামিম (২০২৫)
বিপিএলে সর্বশেষ আসরে, দুই বাংলাদেশী ব্যাটার রেকর্ড গড়া জুটি গড়েন। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ওপেনিং করতে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে, ২৪১ রানের অনবদ্য জুটি গড়েছিলেন লিটন ও তামিম।

৬৪ বলে ১০৮ রান করে আউট হন তামিম। কিন্তু ৫৫ বলে ১২৫ রান করা লিটন টিকে ছিলেন একেবারে শেষ অবধি। যেকোন উইকেট জুটিতে সেটিই ছিল সর্বোচ্চ রানের পার্টনারশীপ। এমনকি বিপিএলে বিশাল জুটির দুই ব্যাটারেরই শতক হাঁকানোর প্রথম ঘটনা ছিল সেটি।











