বিপিএলে নেই এনসিএলের আলোচিত পাঁচ

এনসিএল টি-টোয়েন্টির চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যবশত ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে না তাদের। কারণ, বিপিএলের ড্রাফট যে হয়ে গিয়েছে এনসিএল শুরুর প্রায় দুই মাস আগেই।

এনসিএল টি-টোয়েন্টির চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যবশত ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যাবে না তাদের। কারণ, বিপিএলের ড্রাফট যে হয়ে গিয়েছে এনসিএল শুরুর প্রায় দুই মাস আগেই।

যদি এনসিএল শেষে বিপিএল ড্রাফট হতো, তবে হয়তো তারা বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পেতেন। দর্শকরাও উপভোগ করতে পারতেন এক ঝাঁক তরুণ তুর্কির ব্যাট-বলের ঝলক। তেমনই পাঁচ জন খেলোয়াড়কে নিয়েই খেলা ৭১-এর এবারের আয়োজন।

  • আজিজুল হাকিম তামিম

সম্প্রতিই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতিয়েছেন বাংলাদেশকে। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপরেই খেলছেন চলতি এনসিএল টি-টোয়েন্টিতে। প্রথম ম্যাচেই করেছেন ফিফটি। লিগ পর্বের শেষটাও করলেন রঙিনভাবেই, ফিফটি করে।

এখন অবধি টুর্নামেন্টের চর্তুথ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭ ম্যাচে ৩০ এর উপরে গড়ে রান করেছেন ২১৭। স্ট্রাইক রেটটাও চোখে পড়ার মত, ১৪০ এর উপরে। দৃষ্টিনন্দন শট বা পাওয়ার হিটিং সবেতেই পটু এই কলার তোলা তরুণ সেনানী।

  • জাওয়াদ আবরার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী আরেক খুদে তারকা জাওয়াদ আবরার। খেলেছেন তিনটি ম্যাচ, ৩৫ গড়ে রান করেছেন ১০৫। স্ট্রাইক রেটটা ১৪১.৮৯।

গত ম্যাচেই রাজশাহীর বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী ৩৯ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস। যাতে ছিল ছয়টা বাউন্ডারি আর চারটা ছক্কার মার। এতে নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না যে পাওয়ার হিটিংটা বেশ ভালোই জানেন ওপেনার জাওয়াদ।

  • তোফায়েল আহমেদ

চলতি বছরেই জাতীয় ক্রিকেট লিগে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছিলেন তোফায়েল আহমেদ। ৬ ম্যাচেই নিয়েছিলেন ২০ উইকেট। সেই ধারাই বজায় রাখলেন এনসিএল টি-টোয়েন্টিতেও।

২৪ বছর বয়সী এই পেসার ইতিমধ্যেই তুলে নিয়েছেন আট উইকেট। এছাড়া ব্যাটিংয়ে বেশ ভালো ক্যামিও ইনিংস খেলতে পারেন তিনি। ৭ ম্যাচে করেছেন ১৪২ রান, আছে একটা ঝড়ো ফিফটিও।

  • ফাহাদ হাসান

বিচিত্র বোলিং অ্যাকশনের পেসার ফাহাদ হোসেন। দেখলে মনে হবে যেন ভাগামভাগ ছবির অক্ষয় কুমার দৌঁড়াচ্ছেন। আসলে দৌঁড়াচ্ছেন না, পালাচ্ছেন। বল ডেলিভারি করেনও অদ্ভুতভাবে, নিয়ন্ত্রণের বালাই নেই লাগবে অনেকের কাছে।যদিও, এই অদ্ভুত অ্যাকশনটাই ফাহাদের বেশ কার্যকর।

পাঁচ ম্যাচে নিয়েছেন আটটি উইকেট। এরমধ্যে একাই চার উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন ঢাকার ব্যাটিং লাইনআপ। ইকোনমি রেটটা ৮.২০, টি-টোয়েন্টিতে বেশ ভালো অপশন হতে পারেন তিনি।

  • আহমেদ শরীফ

এনসিএল টি-টোয়েন্টির অন্যতম বড় চমক চট্টগ্রামের আহমেফ শরীফ। ২০ বছর বয়সী এই তরুণ সাত ম্যাচেই নিয়েছেন ১৩ উইকেট। ধারাবাহিক ভাবে পারফর্ম করে দলকে নিয়ে গেছেন কোয়ালিফায়ারে।

ডান-হাতি এই পেসারের বলে গতি আর সুইং দুইটাই বেশ ধারালো। টুর্নামেন্ট এখন অবধি দুই উইকেট নিয়েছেন তিন ম্যাচে আর তিন উইকেট নিয়েছেন দুই ম্যাচে।

Share via
Copy link