আইপিএল ২০২৫, বিনোদন আর বিতর্কের মিশেল

বিতর্ক বাদ যায়নি আইপিএলের ১৮ তম আসরেও। এবারেও প্রশ্ন তুলেছে বেশ কিছু ঘটনা। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিনোদন, ক্রিকেট, আর অবিশ্বাস্য পারফরমেন্সের সাথে সমান্তরালে চলে বিতর্ক। একটা দীর্ঘ পথচলায় বিতর্কিত ঘটনা ঘটাও ভীষণ স্বাভাবিক। বিতর্ক বাদ যায়নি আইপিএলের ১৮ তম আসরেও। এবারেও প্রশ্ন তুলেছে বেশ কিছু ঘটনা।

এই যেমন ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক। সাধারণত ঘরের মাঠে খানিকটা বাড়তি সহয়তা প্রত্যাশা করা হয় উইকেট থেকে। খেলোয়াড় ও দলের চাহিদা মেনে উইকেট তৈরি হবে- তেমন ভাবনা থাকে অধিকাংশের।

কলকাতা নাইট রাইডার্সও সেই চিন্তাধারাতেই ছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষ মৌসুমের প্রথম ম্যাচে হেরেছে কলকাতা। পরাজয়ের পর অধিনায়ক আজিঙ্কা রাহানে অখুশি হয়েছিলেন উইকেট ও কিউরেটরের উপর। কিন্তু ইডেন গার্ডেন্সের কিউরেটর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন- উইকেটের তদারকি খোদ বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল ইন্ডিয়া সরাসরি করে।

এ নিয়ে শুরুতেই খানিকটা বিতর্কিত পরিবেশ সৃষ্টি হয়েছিল আইপিএলকে ঘিরে। তবে সেখানেই থেমে থাকেনি বিতর্কের পথচলা। তালিকায় যুক্ত হয় দিগভেশ রাঠির ‘নোটবুক উদযাপন’। পাঞ্জাব কিংসের প্রিয়ানশ আরিয়াকে আউট করে, নোটবুকে তার নামটি টুকে রাখার ভঙ্গিমা প্রথমবার করেন দিগভেশ।

সেই উদযাপনের ধরণ নিয়ে হয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা। এমনকি দিগভেশকে ম্যাচ ফি-এর ২৫% জরিমানাও করা হয়। তবে দিগভেশ থেমে থাকেননি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তার জরিমানা বেড়ে দাঁড়ায় ৫০%।

কেউ কেউ এই উদযাপনকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ দিগভেশের পক্ষে ছিলেন। কিন্তু ম্যাচ পাঁতানোর মত ঘৃণ্য কাজে নিশ্চয়ই কেউ কারও পাশে দাঁড়াতে চাইবে না। তবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফিক্সিংয়ের অভিযোগেও অবশ্য ছিল দুইটি ভিন্ন পক্ষ। সেই অভিযোগ অবশ্য ২০১৫ সালের ঘটনাকেও করেছেন পুর্জীবিত।

সেবার রাজস্থান রয়্যালসের মালিকপক্ষের একজনের বিপক্ষে নিষিদ্ধ জুয়ায় অংশগ্রহণের অভিযোগ প্রমাণিত হয়। রাজ কুন্দ্রার সেই দোষের কারণে নিষিদ্ধ হতে হয়েছিল রাজস্থান রয়্যালস দলকে। তেমন এক নিষিদ্ধ কাজ অবশ্য হেনরিখ ক্লাসেনও করেছেন মাঠে বসে, তবে সেটা ততটাও গুরুতর নয়।

মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে, রায়ান রিকেলটনের আউটকে ঘিরে উঠেছিল বিতর্ক। কিন্তু থার্ড আম্পায়ারের সহয়তায় দেখা যায়, বল করার আগেই উইকেটরক্ষক ক্লাসেনের দস্তানা চলে এসেছিল স্ট্যাম্পের সামনে। ক্রিকেটের আইনে সেটা নিষিদ্ধ। সেই বিষয়টিও বেশ ভালই বিতর্কের জন্ম দিয়েছে এবারের আইপিএলে।

মাঠ থেকে সৃষ্টি হওয়া আরও একটি বিতর্কিত ঘটনা ছিল ঈশান কিষাণের আউট। সততা দেখিয়ে ঈশান প্যাভিলিয়নে ফিরে গেলেও পরবর্তীতে আল্ট্রাএডজে দেখায় ঈশানের ব্যাটেই লাগেনি বল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের সানরাইজার্স হায়দ্রাবাদের সেই ম্যাচটিও এবারের আইপিএলে প্রচুর আলোচনার খোরাক জুগিয়েছে।

Share via
Copy link