টেস্ট ক্রিকেট মানেই ধৈর্যের পরীক্ষা, কথাটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঝে মাঝে ব্যাটাররা এমন সব ইনিংস খেলেছেন যেটা দেখলে অনেকেই হাই স্কোরিং ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ ভেবে বসতে পারে। প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে নারকীয় তান্ডব চালানো হয়েছে যেসব ইনিংসে সেগুলো থেকে একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে খেলা-৭১।
- ম্যাথু হেইডেন – ৩৮০ বনাম জিম্বাবুয়ে (২০০৩)
৮৫ এর বেশি স্ট্রাইক রেটে ৩৮০ রান করেছিলেন ম্যাথু হেইডেন। তাঁর তান্ডবলীলার সুবাদে প্রথম দিনেই অস্ট্রেলিয়া জমা করেছিল ৩৫০ রান, আর প্রথম ইনিংস শেষে তাঁদের সংগ্রহ দাঁড়ায় ৭৩৫ রান। অস্ট্রেলিয়ার জেতাটা তাই নিশ্চিত ছিল, তবে হেইডনের ইনিংসটার গুরুত্ব এতটুকুতেই সীমাবদ্ধ নয়। টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে, আগ্রাসন নিয়ে। অথচ ব্রায়ান লারা ৪০০ রান করতে গিয়ে ম্যাচ ড্র করে বসেছিলেন।
- বীরেন্দর শেবাগ – ২৯৩ বনাম শ্রীলঙ্কা (২০০৯)
বীরেন্দর শেবাগ বরাবরই ছিলেন বাঘের মত আগ্রাসী; আর শ্রীলঙ্কার বিপক্ষে সেই আগ্রাসন অন্য মাত্রা লাভ করেছিল। মাত্র ২৫৪ বলে ২৯৩ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছিলেন তিনি, হাঁকিয়েছিলেন ৪০টা চার এবং সাতটা ছক্কা। মুরালি-হেরাথের ভয়ানক জুটি তাঁর সামনে বাধ্যে হয়েছিল আত্মসমর্পণ করতে। শেবাগের এই পারফরম্যান্সে ভর করেই সেবার ভারত জিতেছিল ইনিংস ব্যবধানে।
- নাথান অ্যাস্টল – ২২২ বনাম ইংল্যান্ড (২০০২)
১৬৮ বলে ২২২, নাথান অ্যাস্টল ভুল করে ওয়ানডে খেলে ফেলেছিলেন বোধহয়। ২৮টা চার এবং এগারো ছক্কার মারে তিনি দলকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন, ৫৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ উইকেট জুটিতে ১১৮ রান যোগ করেও ছিলেন। তবে শেষমেশ ট্র্যাজিক হিরো হয়ে থাকতে হয়েছে তাঁকে, অবশ্য এর মধ্য দিয়ে টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তি লেখা হয়ে যায় নাথানের নামের পাশে।
- অ্যাডাম গিলক্রিস্ট – ২০৪* বনাম দক্ষিণ আফ্রিকা (২০০১)
একজন উইকেটরক্ষক ডাবল সেঞ্চুরি করবে এটা ভাবাই তো বাড়াবাড়ি। অথচ অ্যাডাম গিলক্রিস্ট কেবল ডাবল সেঞ্চুরি করলেন না, তিনি আগ্রাসনের আগুনে পুড়িয়ে দিলেন প্রোটিয়া বোলিং লাইনআপকে। ১৯ চার এবং ৮ ছয়ে সাজানো ইনিংসে তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৫ এর বেশি। তাঁর এমন নারকীয়তার পর প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি, হেরে গিয়েছিল ইনিংস আর ৩৬০ রানের বিশাল ব্যবধানে।
- ড্যানিয়েল ভেট্টোরি – ১২৭ বনাম জিম্বাবুয়ে (২০০৫)
বল হাতে পারফরম করেই ইতিহাসে জায়গা পেয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাতে কি জানি হলো তাঁর, পৌরাণিক দানব হয়ে উঠেছিলেন তিনি। ৯৮ বলে ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলেই অবশ্য স্বস্তি মেলেনি, দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে লজ্জার সাগরে ডুবিয়ে দিয়েছিলেন ভেট্টোরি। তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সে ইনিংস এবং ৩৬৪ রানের রেকর্ড জয় পায় কিউইরা।