টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। রিচি বেরিংটনের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৭ রানের জয় পেয়েছে স্কটিশরা। এই জয়ের ফলে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত হয়ে গেল স্কটল্যান্ড।
৪৯ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেরিংটন। আর বল হাতে চার উইকেট শিকার করেন জস ডেভি। এই পেসারের তান্ডবে ১৬৬ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাপুয়া নিউগিনি। দ্বিতীয় ওভারে টনি উরা ২ বলে ৩ রান করে ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। এর পরের ওভারে ১৩ বলে ৯ রান করে ফিরে যান আরেক ওপেনার লেগা সিয়াকা।
দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান আসাদ ভালা। ১১ বলে ১৮ রান করে ফিরে যান তিনি। অধিনায়কের বিদায়ের পর সাইমন আটাই ও সেসে বাউ দ্রুত ফিরে গেলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় পাপুয়া নিউগিনি।
বাউ করেন ২৩ বলে ২৪ রান ও আটাই করেন ৩ বলে ২ রান। এরপর নর্মান ভানুয়া দারুণ ব্যাট করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না সেটা। ৩৭ বলে ৪৮ রান আসে ভানুয়ার ব্যাট থেকে। তিন বল বাকি থাকতেই ১৪৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। স্কটল্যান্ডের বোলারদের ভিতর চারটি উইকেট শিকার করেন জস ডেভি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের শুরুটাই ভালো হয়নি। দলীয় ২৬ রানের ভিতরই প্যাভিলিয়নের পথ ধরেন দুই ওপেনার জর্জ মুনসি ও কাইল কোয়েটজার।কাবুয়া মোরিয়ার অফ স্ট্যাম্পের বাইরের বল ভিতরে টেনে এনে ৬ বলে ৬ রান করা কাইল কোয়েটজার ফিরে গেলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি।
এরপর চ্যাড সোপারের প্রথম শিকার হয়ে ১০ বলে ১৫ রান করে ফিরে যান জর্জ মুন্সী। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ম্যাট ক্রস ও রিচি বেরিংটন। তৃতীয় উইকেট জুটিতে দু’জন যোগ করেন ৯২ রান। ৩৬ বলে ৪৫ রান করে ক্রস ফিরে গেলে ভাঙে এই জুটি। ১১৮ রারে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসে বেশিক্ষণ থাকতে পারেননি ক্যালাম ম্যাকলিয়ড।
১১ বলে ১০ রান করে সোপারের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর দারুণ খেলতে থাকা বেরিংটন ৪৯ বলে ৭০ রান করে ফিরে গেলে শেষের ঝড় তুলতে পারেনি স্কটল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। পাপুয়া নিউগিনির বোলারদের ভিতর কাবুয়া মোরিয়া চারটি ও চ্যাড সোপার তিনটি উইকেট শিকার করেন।
- সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড: ১৬৫/৯ (ওভার: ২০; মুন্সী- ১৫, কোয়েটজার- ৬, ক্রস- ৪৫, বেরিংটন- ৭০, ম্যাকলিয়ড- ১০, লিস্ক- ৯, গ্রিভস- ২) (সোপার- ৪-০-২৪-৩, মোরিয়া- ৪-০-৩১-৪ আটাই- ৩-০-২০-১)
পাপুয়া নিউগিনি: ১৪৮/১০ (ওভার: ১৯.৩; উরা- ২, সিয়াকা- ৯, আসাদ- ১৮, আমিনি- ১, বাউ- ২৪, ভানুয়া- ৪৭, দোরিগা- ১৮) (ডেভি- ৩.৩-০-১৮-৪, ইভান্স- ৩-০-২২-১)
ফলাফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী।
ম্যাচ সেরা: রিচি বেরিংটন (স্কটল্যান্ড)