ক’দিন হল, মিরপুরের অ্যাকাডেমি মাঠে চোখ পড়তেই দেখা গেল একঝাক তরুণ ক্রিকেটারকে। কিন্তু তাঁদের কাউকেই আপনি চিনতে পারবেন না। সদ্যই কোচ হয়ে আসা স্টুয়ার্ট ল এবং ওয়াসিম জাফরও এদের কাউকেই চেনেন না। তবে দ্রুতই এই ৪০ ক্রিকেটারকে চিনে ফেলতে চান বিদেশি এই দুই কোচ।
কেননা এরাই বছর দেড়েক পরে বাংলাদেশের হয়ে একটা বিশ্বকাপ খেলতে যাবে এবং বয়সভিত্তিক নানা পর্যায় থেকে উঠে আসা সেরা এই ৪০ জনকে গড়ে তোলার দায়িত্ব পড়েছে স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফরের কাঁধে।
২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর থেকেই এই যুব বিশ্বকাপ নিয়ে খুব সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও ২০২২ যুব বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। তাইতো ২০২৪ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রায় দেড় বছর আগে থেকেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আপাতত ৪০ জনকে নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে ক্যাম্প।
এরপর এই যুব ক্রিকেটাররা চলে যাবেন বিকেএসপিতে। সেখানে আগামী কয়েক সপ্তাহ এই ক্রিকেটারদের পরখ করে দেখবেন কোচ ও নির্বাচকরা। এছাড়া নিজেদের মধ্যে তিন ফরম্যাটেই ম্যাচও খেলবে তাঁরা। এরপর এখান থেকে বাছাই করে হবে সেরা ১৫ জন ক্রিকেটারকে। যারা ২০২৪ সালে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে যাবে। ফলে মাত্র ১৭-১৮ বছর বয়সী এই ক্রিকেটারদের নিয়ে খুব সিরিয়াস বিসিবি।
আজ প্রথম দিনই প্রায় চার ঘন্টা অনুশীলন করেছেন এই ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের নিয়ে আলাদা ভাবে কাজ করেছেন ওয়াসিম জাফর। এছাড়া হেড কোচ স্টুয়ার্ট ল নজর রেখেছেন প্রায় সবার উপরেই। জানা যায় ছোট ছোট এই ছেলেদের দেখে নাকি মুগ্ধই হয়েছেন স্টুয়ার্ট ল।
ওদিকে এই ছেলেদের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন মাহবুব আলী জাকিও। পেসারদের নিয়ে প্রথম দিনেই মাঠে নেমে পড়েছেন তিনি। এছাড়া এই ৪০ ক্রিকেটার নির্বাচনে প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত ছিলেন তিনি। ফলে সবাইকেই খুব ভালো করে জানেন এই লোকাল কোচ। ওদিকে এই কোচের সাথে আলাদা ভাবে কাজ করেই তাসকিন আহমেদ এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন। হয়ে উঠেছেন তরুণ পেসারদের আইকন।
তাইতো তাসকিন আহমেদের এই কোচকে কাছে পেয়ে যুব দলের এই পেসাররাও দারুণ খুশি। তারাও একেকজন হয়ে উঠতে চান তাসকিনের মত। খেলতে চান বাংলাদেশের হয়েও। সবমিলিয়ে প্রথম দিনের অনুশীলন কেমন হলো সেই ব্যাপারে খেলা ৭১ কথা বলেছে দলটির পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির সাথে।
তিনি বলেন, ‘দেখেন সারাদেশ থেকে বাছাই করে আমরা এই ৪০ জনকে খুঁজে পেয়েছি। এরাই কিন্তু দেশের সেরা। ফলে তাঁরা যে কতটা মূল্যবান সেটা ওদের নিজেদের বোঝাটা জরুরী। আমরা প্রথমদিন ওদেরকে সেটাই বোঝাতে চেয়েছি। যে ওরাই ২০২৪ সালে বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ খেলবে। ফলে এরাই কিন্তু দেশের ভবিষ্যত। ‘
- যুব বিশ্বকাপের জন্য গড়া এই ৪০ জনের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা
শাফাকাত আলমগীর শফি, চৌধুরী মোহাম্মদ রেজওয়ান, মাইনুল ইসলাম তন্ময়, আশিকুর রহমান শিবলি, রেজওয়ান হোসেন, জিসান আলম, নাঈম আহমেদ, শিহাব জেমস, সোহাগ আলি, জাকারিয়া ইসলাম শান্ত, আহরার আমিন, অভিষেক দাস বিল্টু, আরিফুল ইসলাম, শাহ মো. সিফাত বিন ফজল, শাহরিয়ার সাকিব, আশরাফ উদ্দিন ফায়েজ ও আল ইমরান। রিফাত আলম, সিয়াম হোসেন দিপু ও আদিল বিন সিদ্দিক। রাফিউজ্জামান রাফি, আশরাফুল রোহান, মাহফুজুর রহমান রাব্বি, নুরুল হাসান রোমান, পারভেজ রহমান জীবন, মুস্তাফিজুর রহমান, ওয়াসি সিদ্দিক, মাজহারুল হক, শামসুল ইসলাম ইপন ও মাহাথির মোহাম্মদ। সাজিব আহমেদ, রোহনাত দৌল্লাহ বর্ষণ, তানভীর আহমেদ, একান্ত শেখ, সাইফ আজাদ প্রমি, ইকবাল হোসাইন ইমন, আতিকুর রহমান, শিহাব পাহাড়, আবদুল্লাহ আল তৌফিক ও মারুফ মৃধা।