Social Media

Light
Dark

২০২৬ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছে হারবে পাকিস্তান!

এই কিংবদন্তি বলেন, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমাদের কোচ, অধিনায়ক আর ক্রিকেটারদের পরিবর্তন করতে হবে। দুই বছরের জন্য পরিকল্পনা করতে হবে, এই যে বিশজন এদের নিয়ে আমরা কাজ করব। কিন্তু না, আমরা ঘুরেফিরে একই ভুল করছি।’

পাকিস্তানের পতন কোনভাবেই ঠেকানো যাচ্ছে না, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষেও রাওয়ালপিন্ডি টেস্টে বিধ্বস্ত হয়েছে তাঁরা। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়তে হয়েছিল তাঁদের। ওয়ানডেতেও ভাল অবস্থায় নেই দলটি!

সবমিলিয়ে দেশজুড়ে তাই সমালোচনার ঢেউ উঠেছে বাবর আজমদের নিয়ে। বাদ যাননি সাবেক ক্রিকেটাররাও, এক্ষেত্রে মোহাম্মদ আসিফ বোধহয় ছাড়িয়ে গিয়েছেন বাকি সবাইকে। কোন ছাড় না দিয়েই উত্তরসূরিদের তুলো-ধুনো করেছেন তিনি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হেরে যাবে এমন প্রেডিকশনও দিয়ে বসেছেন এই পেসার। তিনি বলেন, ‘আমরা আমেরিকার কাছে হেরেছি যারা প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে এসেছে। এরা তো বাছাইপর্বেও খেলেনি, স্বাগতিক হিসেবে জায়গা পেয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী বিশ্বকাপেও পাকিস্তান এদের কাছে হারবে, আমি নিশ্চয়তা দিচ্ছি।’

হতাশার বিশ্বকাপের পরপরই দলে ‘মেজর সার্জারি’ করার দাবি উঠেছে পাকিস্তান জুড়ে। একই সুরে কথা বলেছেন আসিফও। কোচ, অধিনায়কসহ পুরো ম্যানেজম্যান্টে বড়সড় পরিবর্তন আনার দাবি তোলেন তিনি। তাঁর মতে, পরবর্তী বিশ্ব আসরগুলোতে ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই সচেতন হবে।

এই কিংবদন্তি বলেন, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমাদের কোচ, অধিনায়ক আর ক্রিকেটারদের পরিবর্তন করতে হবে। দুই বছরের জন্য পরিকল্পনা করতে হবে, এই যে বিশজন এদের নিয়ে আমরা কাজ করব। কিন্তু না, আমরা ঘুরেফিরে একই ভুল করছি।’

পাকিস্তান আসলে সময়ের সাথে উন্নতি করতে পারছে না; ফলে বাকিদের চেয়ে পিছিয়ে পড়ছে তাঁরা। এমনটা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বছর বছর যখন ভারত, দক্ষিণ আফ্রিকার মত দল এগিয়ে যাচ্ছে আমরা তখনও একই জায়গায় বসে আছি।’

Share via
Copy link