১৩ বছর বয়সে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড

১৩৪ বল খেলে ৩২৭ রান, ৬৩ বাউন্ডারিতে ট্রিপল সেঞ্চুরি। বৈভব সুরিয়াভানশির বন্ধু আয়ান রাজের ব্যাট থেকে এলো এই অবিশ্বাস্য এক ইনিংস। বয়সটা মাত্র ১৩, তবে ব্যাট হাতে পরিপক্বতা স্পষ্ট।

১৩৪ বল খেলে ৩২৭ রান, ৬৩ বাউন্ডারিতে ট্রিপল সেঞ্চুরি। বৈভব সুরিয়াভানশির বন্ধু আয়ান রাজের ব্যাট থেকে এলো এই অবিশ্বাস্য এক ইনিংস। বয়সটা মাত্র ১৩, তবে ব্যাট হাতে পরিপক্বতা স্পষ্ট।

মুজাফফরপুরে, সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে জেলা ক্রিকেট লিগে খেলতে নেমেছিলেন আয়ান। ৩০ ওভারের ম্যাচে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেছেন। ৪১টি চার আর ২২টি ছয়ের সাহায্যে করেন অপরাজিত ৩২৭ রান। শুধুমাত্র বাউন্ডারি থেকেই তুলেছেন ২৯৬ রান।

বৈভব সুরিয়াভানশি তাঁর খুব কাছের বন্ধু। যে কিনা মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক করে ইতিহাস গড়েছিলেন। এরপর টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তিও তাঁর। বৈভবের সেই সাফল্য যেন ধরা দিল তাঁর বন্ধু আয়ান রাজের ব্যাটে।

আয়ান নিজেই অবশ্য বলেছেন, ‘প্রতিবার বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললেই ভেতরে একটা বিশেষ অনুভূতি কাজ করে। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলতাম। এখন ওর এত বড় নাম হয়েছে। আমি ওর পথ ধরেই এগোচ্ছি।’

আয়ান রাজের ক্রিকেটের শুরু পরিবার থেকে। তাঁর বাবা নিজেও একজন প্রাক্তন ক্রিকেটার ছিলেন, যিনি একসময় ভারতের জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন দেখতেন। বাবার সেই স্বপ্ন পূরণ হয়নি, তবে ব্যাট হাতে আয়ান যেন বলছেন, বাবার সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণতা দেবার কথা।

আয়ান এবং বৈভব, দুজনের জন্মটাই বিহারে, যেখানে অনেকদিন ধরেই ক্রিকেট অবহেলিত। সেখান থেকেই দুই বিস্ময় প্রতিভার উত্থান— একজন নিজেকে ইতিমধ্যেই লাইমলাইটে এনেছেন, অন্যজন প্রবল সম্ভাবনা দেখাচ্ছেন।

আয়ান রাজ এখন শুধুই একটি নাম নয়, সে এক সম্ভাবনার প্রতিচ্ছবি। বৈভব সুরিয়াভানশির পর বিহার আবার পেল নতুন এক স্বপ্নের নাম। এখন দেখার, এই বিস্ময় কিশোর ঠিক কতদূর যেতে পারে, এখনো যে বাকি অনেকটা পথ!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link