কোয়াবের আয়োজনে মুখোমুখি মিরাজ-শান্ত

বিজয়ের গৌরবময় দিনে মিরপুরে বসবে তারকার মেলা। বাংলাদেশ জাতীয় দলের তারকার নামবেন মাঠের লড়াইয়ে।

বিজয়ের গৌরবময় দিনে মিরপুরে বসবে তারকার মেলা। বাংলাদেশ জাতীয় দলের তারকার নামবেন মাঠের লড়াইয়ে। অদম্য একাদশের দলনেতা মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে অপরাজেয় একাদশের দলনেতা হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। মাঠে উপস্থিত থাকতে চলেছেন তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, কোয়াব- বাংলাদেশের ক্রিকেটারদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। সেই ধারাবাহিকতায়- একপ্রকার চ্যারিটি ম্যাচ হিসেবেই জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হবে ম্যাচ। আসন্ন ১৬ই ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই কোয়াব সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা- দু’টো দল বিভক্ত করে ফেলেছেন। ১২ জন করে মোট ২৪ জন খেলোয়াড় খেলতে চলেছেন দু’টো দলে। সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের মত তারকা ক্রিকেটাররা থাকছেন এই আয়োজনে। এছাড়াও উদীয়মান ক্রিকেটার হিসেবে হাবিবুর রহমান সোহান ও আবদুল গাফফার সাকলাইনরাও পেয়েছেন সুযোগ।

ম্যাচের আগে এক বর্ণাঢ্য সংঙ্গীতায়জনের পরিকল্পনাতে রয়েছে কোয়াব। বিজয় দিবসের মহিমান্বিত দিনটাকে রাঙিয়ে রাখার পরিকল্পনা রয়েছে দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া সংস্থাটির। বিজয়ের মুহূর্তকে উদযাপনের জন্য, ম্যাচ শেষে থাকবে জমকালো আতশবাজি। এই ম্যাচ দর্শকরা মাঠে বসে উপভোগ করার সুযোগও পাবেন।

এই আয়োজনকে ঘিরে কোয়াবের সামনে সহয়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। বিজয় দিবসের সন্ধ্যায় চাইলে দর্শকরা উপভোগ করতে পারেন দেশের সেরা খেলোয়াড়দের মধ্যকার জমজমাট লড়াই।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link