আরো একবার ত্রাতা হওয়ার সুযোগ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে; আরো একবার দলের রক্ষাকর্তা হওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু ভাগ্য সহায় হলো না এবার আর, ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি মিস করে বসলেন তিনি। নায়ক হওয়ার সুযোগ পায়ে ঠেলে বনে গেলেন খলনায়ক।
কিংস কাপের রাউন্ড অব সিক্সটিনে আল নাসের মুখোমুখি হয়েছিল আল তাওয়ানের। বল দখলে রেখে নাসের আধিপত্য দেখালেও প্রথম গোলের দেখা পেয়েছিল তাওয়ান। ৭১ মিনিটের সময় আল আহমদ গোল করে এগিয়ে দেন দলকে, সেটাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারতো।
কিন্তু ম্যাচের গল্পে টুইস্ট আসে অতিরিক্ত সময়ের খেলায়, মোহাম্মদ মারানকে ডি বক্সে ট্যাকেল করায় হলুদ কার্ড দেখতে হয় আল মুফাররিজকে। সেই সাথে ম্যাচে ফেরার দারুণ একটা সম্ভাবনা তৈরি হয়। বরাবরের মতই অধিনায়ক ক্রিশ্চিয়ানো এগিয়ে যান পেনাল্টি স্পটের দিকে, কিন্তু তাঁর আত্মবিশ্বাসী শট ফিরে এসেছে বিদ্রূপ হয়ে।
এই তারকার ডান পায়ের নেয়া শট উড়ে গিয়েছে গোলবারের উপর দিয়ে। তিনি নিজে গোল-বঞ্চিত তো হয়েছেনই, পাশাপাশি দলের হারের কারণ বনে গিয়েছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের এমন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কাছ থেকে আসলে এটা প্রত্যাশিত ছিল না।
অবশ্য পেনাল্টি থেকে গোল করাটা নিয়মিত রুটিন বানিয়ে ফেলেছিলেন পর্তুগিজ যুবরাজ। আল নাসেরের হয়ে তাঁর করা সবশেষ পাঁচ গোলের চারটিই এসেছে বারো গজ দূর থেকে। কিন্তু তাওয়ানের বিপক্ষে পঞ্চম পেনাল্টিটা গোলে রূপ দিতে পারলেন না তিনি।
যদিও দলটার সাথে আগের দেখায় দারুণ পারফর্ম করেছিলেন এই স্ট্রাইকার। সুপার কাপের সেমিফাইনালে এক গোল আর এক অ্যাসিস্ট করেছিলেন তিনি; তাঁর অবদানেই ২-০ গোলের জয় পেয়েছিল আল নাসের। কিন্তু এদিন মাত্র একবার নির্দিষ্ট লক্ষ্যে শট নিতে পেরেছেন তিনি, সবমিলিয়ে উপহার দিয়েছেন হতাশা।