Social Media

Light
Dark

দ্রুততম সময়ে এলিট ক্লাবে বিরাট

পথে বাঁধা হয়ে দাঁড়ালেন সাকিব আল হাসান। তবুও রেকর্ড ব্রেকার কোহলি নতুন রেকর্ডে নিজের নাম তুলে ফেলেছেন। 

বিরাট কোহলির ব্যাটে রান বরাবরই আনন্দ জোগায়। আরও একটি বড় ইনিংস খেলবেন তিনি। সে প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে বাঁধা হয়ে দাঁড়ালেন সাকিব আল হাসান। তবুও রেকর্ড ব্রেকার কোহলি নতুন রেকর্ডে নিজের নাম তুলে ফেলেছেন।

বিরাট কোহলি, নিজের নামের মতই বিশাল তিনি। পুরো ক্যারিয়ার জুড়েই তার বিশালতার বিস্তৃতি ছড়িয়েছেন তিনি ব্যাট হাতে। সে ধারায় বিশ্ব ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ২৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন বিরাট। বাংলাদেশের বিপক্ষে ৪৭ রানের ইনিংসটি নিয়ে গেছে তাকে এভারেস্টের চূড়ায়।

প্রায় তিনদিন খেলা গড়ায়নি মাঠে। কানপুর টেস্টে তবুও জয়ের দিকে নজর ভারতের। তাইতো একেবারে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটাররা। বাদ যাননি বিরাট কোহলিও। আউট হওয়ার আগে অবধি ওয়ানডে ধারায় ব্যাটিং করেছেন তিনি। প্রায় ১৩৪ এর বেশি স্ট্রাইকরেটে রান নিয়েছেন বিরাট।

ক্যারিয়ারের ৩১ তম হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বর্ষীয়ান এই ক্রিকেটার। কিন্তু তাকে থামতে হয়েছে। মূলত সাকিব আল হাসান তাকে বাধ্য করেছেন থামতে। বিরাটের রান যখন ৪৭, তখন একটি সাইডিশ আর্ম ডেলিভারি ছোড়েন সাকিব।

অফ স্ট্যাম্প লাইনে পিচ করা বল, এগিয়ে যাচ্ছিল স্ট্যাম্পের দিকে। বিরাট স্লগ করতে গিয়ে মিস করেন। বল গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। পতন ঘটে বিরাটের। সেই বলটিতে সুইপ শট খেললেই বরং ভাল হত, আউট হওয়ার পর সে উপলব্ধিই করেন বিরাট।

তবে তার পতনে খুব বেশ ক্ষতি অবশ্য হয়নি ভারতের। কেননা নিজেদের পরিকল্পনায় তখন অবধি বিদ্যমান টিম ইন্ডিয়া। ততক্ষণে অবশ্য বিরাট ঢুকে গেছেন এলিট ক্লাবে। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের পর ২৭ হাজার আন্তর্জাতিক রানের মালিক এখন বিরাট। এমনকি দ্রুততম সময়ে পৌঁছেছেন তিনি সেখানটায়। সক্রিয় ক্রিকেটারদের কেউই বিরাটের আশেপাশে নেই। সেটাই অবশ্য বিরাটের বিশালত্ব।

Share via
Copy link