টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। বিরাট কোহলি সতীর্থরা আগে থেকেই জানতেন। বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সতীর্থদের আগেভাগেই জানিয়ে রেখেছিলেন বিরাট।
প্রথমে বোর্ডার-গাভাস্কার ট্রফি, তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার, সাদা পোশাকে সময়টা বড্ড বেমানান ভারতের। এর মধ্যেই দলটির অন্যতম ভরসার প্রতিক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান বলে জানিয়েছেন।
শুধু সতীর্থদের নয় বিসিসিআইকে নাকি একথা জানিয়ে দিয়েছেন বিরাট। তবে, বিরাটকে ব্যাপারটি পুনরায় ভেবে দেখার জন্য বলেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
আসছে জুনে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারত দল, যেখানে সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে থাকার কথা বিরাটের, তবে হঠাৎই সাদা পোশাকে অনীহা দেখা গিয়েছে বিরাটের, নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না থাকায় এমন সিদ্ধান্ত নিতে চান বলে ধারণা করছে অনেকেই৷
তবে খোদ ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরও ইংল্যান্ড সিরিজে বিরাটকে দলে চায়। টপ অর্ডারে একঝাক তরুণ ক্রিকেটার থাকায় বিরাটকে আলাদা করে দায়িত্ব দিতে চায় কোচ।
এছাড়া ইংলিশ কন্ডিশনে সাদা পোশাকে বরাবরই ব্যাট হাতে উজ্জ্বল বিরাট। ২০১৮ সালে ইংল্যান্ড সিরিজে ৫৯.৩০ গড়ে ৫৮৩ রান করেছিলেন বিরাট। তাই তো এখনও তাকে দলে চায় ভারত।
এদিকে শোনা যায় বিরাট নাকি সাদা পোশাকে ভারতের অধিনায়কত্ব ফিরে পেতে চেয়েছিলেন। তবে বিসিসিআই ভবিষ্যতের কথা চিন্তা করে শুভমান গিলকে দায়িত্ব দিতে চাচ্ছে। সাদা পোশাকে কোহলির নেতৃত্বে ভারত ম্যাচ খেলেছে ৬৮ টি, ৪০ টিতেই পেয়েছে জয়। তবে সেসব এখন অতীত, ধার কমেছে বিরাটের ব্যাটেও।
তাইতো ভারতের হয়ে এখনই লাল বলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কোহলি।