আগুনে পুড়ে কাঠ কয়লা হয় কিন্তু সোনা যেন আরো খাঁটি হয়। তেমন এক বার্তা যেন প্রতিনিয়তই প্রমাণ করে চলছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আইপিএলের মঞ্চে তরুণ বৈভব সুরিয়াবানশি, আয়ুশ মাহত্রে কিংবা প্রিয়াংশ আরিয়ারা নিজেদের সামর্থ্যর প্রমাণ করতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে মুদ্রার উল্টো পিঠে থাকা রোহিত শার্মা, বিরাট কোহলিরা ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন সমান তালে।
৩৮ বছর বয়সী রোহিত তার চিরচেনা র্যাম্প শট, মিড উইকেটের উপর দিয়ে পুলশট কিংবা বোলারের মাথার উপর আলতো ছোঁয়ায় যেভাবে বল মাঠের বাহিরে পাঠান- তাকে দেখলে যে কেও বলতে বাধ্য হয় যেন, ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’র আকা কোনো শিল্পকর্ম।
এই বয়সে এসেও ১৫৫ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট চালাচ্ছেন রোহিত শর্মা। ২৯৩ রান ইতোমধ্যে লেখা হয়ে গেছে তার নামের পাশে। তরুণদের জয়গানের মাঝে দাঁড়িয়ে তিনি বাজিয়ে যাচ্ছেন সেই চিরচেনা পুরনো সুর। সেই সুরের সাথে তাল মেলাচ্ছেন বিরাট কোহলিও। তিনি আবার এককাঠি সরেশ, আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষে রয়েছেন বিরাট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। তবুও আইপিএলে এখনও তার নৈসর্গিক ব্যাটিংয়ের প্রদর্শন করছেন প্রতিনিয়ত। বিরাটের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি সমালোচনা হয় নিত্যদিন। তবুও বিরাট ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং গিয়ার বাড়ান-কমান, সমালোচনাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে।
৫০৫ রান নিয়ে রয়েছেন সবার উপরে। সাতটি অর্ধশতক হাঁকিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে। বয়স স্রেফ সংখ্যা। বিরাট চাইলেই ব্যাটের আঘাতে সময়ের চাকাকে উলটো দিকে ঘুরতে বাধ্য করতে পারেন। শ্রেষ্ঠত্বের তীব্র ক্ষুধা তাকে অল্পতেই তুষ্ট হতে দিচ্ছে না ৩৬ বছর বয়সেও।
তরুণদের উৎসবের মাঝে দাঁড়িয়ে বিরাট ও রোহিত লিখে যাচ্ছেন নিজেদের শেষ অধ্যায়। অলংকৃত করছেন আইপিএল তথা ক্রিকেটকে। সময় ফুরিয়ে যাওয়ার আগে রোহতি-বিরাটদের ব্যাটিং তাই উপভোগ করাই শ্রেয়।