ক্রিকেট ময়দানে ফিরেছে ‘শেবাগ’। না, বীরেন্দ্র শেবাগ ফেরেননি। তবে তার পদাঙ্ক অনুসরণ করে ময়দানের মধ্যখানে ঝড় তুলছেন এক ১৭ বছর বয়সী কিশোর। নাম তার আরিয়াভির শেবাগ। বীরেন্দ্র শেবাগের ব্যাটের ধারালো আঘাতে বোলারদের হৃদয়ে ধরাতো কাঁপন। বাবার কাছ থেকে আরিয়াভির সে দীক্ষায় দীক্ষিত।
সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে বীরেন্দ্র শেবাগের ছেলে আরিয়াভির শেবাগের। সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে মাঠে নেমেছেন তিনি। প্রথমবারের মত প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে নেমেই আলোড়ন সৃষ্টি করেছেন জুনিয়র শেবাগ। ১৬ বলে ২২ রানের ইনিংসে তিনি জানান দিয়েছেন বাবার পথটাই ধরবেন তিনি।
যদিও শুরুতেই বীরেন্দ্র শেবাগের সেই আগ্রাসন নিয়ে হাজির হননি আরিয়াভির শেবাগ। ১৭ বছর বয়সে উন্মাদনার প্রবল চাপ ধমনীতে নিশ্চয়ই করেছে দারুণ উৎপাত। সেই চাপ সংবরণ করতে খানিকটা সময় ব্যয়ে দোষের তেমন কিছু নিশ্চয়ই নেই। তবে অফ সাইডে তার হাঁকানো বাউন্ডারিগুলো বরং তার সক্ষমতার গানই গেয়েছে।

বাবার মতই ইনিংস উদ্বোধনের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। এই সুযোগ অবশ্য তিনি পেয়েছেন খানিকটা দৈবচক্রে। দুলীপ ট্রফি খেলতে উত্তর দিল্লির দল থেকে ডাক এসেছে ইয়াশ ধুলের। সে কারণেই আরিয়াভিরকে দলে ভিড়িয়েছে সেন্ট্রাল দিল্লি কিংস। প্রায় আট লাখ রুপিতে তরুণ এই ব্যাটারকে নিয়েছে ডিপিএলের দলটি।
আরিয়াভিরের কাঁধে ভীষণ চাপ। বাবার লিগ্যাসি বয়ে বেড়ানোর মত ঝুকিপূর্ণ কাজ তাকে না চাইলেও করতে হবে। প্রতিটা মুহূর্তে তাকে তোলা হবে দাঁড়িপাল্লায়, মাপা হবে বাবার সাথে।
বাবার সমকক্ষ হওয়া কিংবা তাকে ছাড়িয়ে যাওয়ার এই লড়াইটা দুর্বিষহ করে তুলতে পারে আরিয়াভিরের ক্রিকেট যাত্রা। কিন্তু তিনি যদি স্রেফ আরিয়াভির শেবাগ হওয়ার ব্রত নেন, তবে হতেও পারে ভিন্ন এক রুপকথা।












