বাংলাদেশের দুই ‘মিনি’ অলরাউন্ডার কানাডায় খেলতে যেতে বাঁধার সম্মুখীন হয়েছেন। তাঁরা হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
জানা গেছে, গেল ২২ জুলাই তাদের কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়ার কথা থাকলেও তারা যেতে পারেননি। মূলত ভিসা জটিলতার কারণে তাদের কানাডায় যাওয়া আটকে গেছে। কবে নাগাদ তারা যেতে পারবেন তাও নিশ্চিত হওয়া যায়নি।
২১ বছর বয়সী রিশাদ বিশ্বকাপে তাঁর লেগ স্পিনের ঝলক দেখিয়েছেন। এরই সূত্র ধরে তাঁকে দলে টেনেছে টরন্টো ন্যাশনালস। বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো জয়ের সাথেই জড়িত রিশাদ এই আসরকে সামনে রেখে জোর প্রস্তুতিও নিচ্ছিলেন।
অন্যদিকে, বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিনও দল পেয়েছেন। এই পেস বোলিং অলরাউন্ডার খেলার কথা মন্ট্রিয়ল টাইগার্সে।
তবে, ভিসা জটিলতায় এখন অবধি কানাডায় পৌঁছাতে পারেননি তাঁরা। ২৫ জুলাই শুরু হওয়া গ্লোবাল লিগ টি-টোয়েন্টি শেষ হবে ১১ আগস্ট।
বাংলাদেশের আরও দুজন দল পেয়েছেন। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। তাঁরা দুজন সতীর্থ হিসেবে খেলবেন বাংলা টাইগার্স মিসিসাউগা দলে।
এর মধ্যে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ছিটকে গেলেও, সাকিব এখনও আছেন যুক্তরাষ্ট্রে। দ্রুতই তিনি চলে যাবেন কানাডায়, গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য। ১২ আগস্ট পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি আছে তাঁর।